মুম্বই: ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড অ্যাওয়ার্ডস অফ অস্ট্রেলিয়া (ইফা)-এ ‘সর্বজিৎ’ ছবির জন্যে শ্রেষ্ঠ অভিনেত্রীর শিরোপা পেলেন ঐশ্বর্য রাই বচ্চন।

ছবিতে ‘সর্বজিৎ’-এর বোন দলবীর কউরের চরিত্রে অভিনয় করেছিলেন অ্যাশ। সেখানে তাঁকে পুরো সিস্টেমের সঙ্গে লড়তে দেখা যায়, পাকিস্তানে বন্দি তাঁর ভাই সর্বজিৎকে এদেশে ফিরিয়ে আনতে। এই ছবিটি দর্শকদের মধ্যে থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও, অ্যাশ তাঁর চরিত্রের জন্যে যথেষ্ট প্রশংসা পেয়েছিলেন।

সমালোচক এবং ট্রেড বিশেষজ্ঞ তরণ আদর্শ টুইট করে ইফা-এ অ্যাশের এই জয়ের কথা জানিয়েছেন।