মুম্বই: বেশ কিছুদিন প্যারিসে কাটিয়ে আসার পর এবার দুবাইয়ে একটি অনুষ্ঠানে দেখা গেল বলিউড ডিভা ঐশ্বর্য রাই বচ্চনকে (Aishwarya Rai Bachchan)। 'জোশ' অভিনেত্রী সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে একটি কসমেটিক ব্র্যান্ডের হয়ে Ramp Walk করেন। প্যারিস ফ্যাশন উইক মাতানোর পর এবার কালো পোশাকে দুবাই মাতিয়ে দিলেন ঐশ্বর্য রাই বচ্চন। যার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন - Aryan Khan Drug Controversy: আরিয়ানের গ্রেফতারি কী প্রভাব ফেলল শাহরুখ খানের আগামী ছবি 'পাঠান'-এ?
একটি কসমেটিক ব্র্যান্ডের হয়ে প্যারিস ফ্যাশন উইকে সৌন্দর্যের দ্যুতি ছড়ানোর পর দুবাইয়ের একটি অনুষ্ঠানেও একই ধারা বজায় রাখতে দেখা গেল ঐশ্বর্য রাই বচ্চনকে। পরনে ছিল তাঁর কালো রঙের ভারতীয় পোশাক। যা ডিজাইন করেছেন জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী। কালো রঙের পোশাকের সঙ্গে মানানসই জুয়েলারি। ঐশ্বর্য রাই বচ্চনের চোখ ধাঁধানো এই লুকে দেখা গিয়েছে তিনি চুল খুলে দিয়েছেন। এবং গাঢ় লাল রঙের লিপস্টিক এবং চোখের মেকআপে তিনি আরও মোহময়ী হয়ে উঠেছে। তাঁর স্টাইলিস্ট জর্জ অভিনেত্রীর নয়া লুকের সঙ্গে নিজের একটি সেলফি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন,'সুন্দর দিনটা সুন্দরভাবে শেষ হল। কী সুন্দর তিনি (ঐশ্বর্য রাই)।' তবে শুধু স্টাইলিস্টই নন, ঐশ্বর্য রাই বচ্চনের মেকআপ আর্টিস্ট আদিত্য শর্মাও অভিনেত্রীর সঙ্গে ছবি এবং ভিডিও পোস্ট করেছেন। অনুষ্ঠানে উপস্থিত সমস্ত অতিথিদের প্রতি ঐশ্বর্যর 'নমস্কার'-র ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভারতীয় পোশাকে ভারতীয় ঐতিহ্য়ে এবং সংস্কৃতিতে দুবাই মাতিয়ে দিয়েছেন বলিউড ডিভা।
প্রসঙ্গত, অভিষেক বচ্চর এবং আরাধ্যাকে নিয়ে সম্প্রতি প্যারিস ঘুরে এলেন ঐশ্বর্য রাই বচ্চন। দীর্ঘদিন পরে স্বামী এবং কন্যার সঙ্গে বিদেশে কোথাও ঘুরতে গেলেন অভিনেত্রী। কয়েকদিন আগেই শ্যুটিংয়ের সময়ে ডান হাতে চোট পান অভিষেক বচ্চন। প্লাস্টার করা হাতের ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দিয়ে ক্যাপশনে লেখেন, 'নতুন ছবির শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনা ঘটায় হাতে চোট পেলাম। ডান হাতের চোট বেশ গুরুতর। তাই অপারেশন করাতে হবে এটা ঠিক করতে। তাই এখনই মুম্বই ফিরতে হচ্ছে।'