বার্ষিক অনুষ্ঠান শেষ হওয়ার পর অনিতা অম্বানি মঞ্চে উঠে সবাইকে চিয়ার করেন। এই সময়ই আরাধ্যার কাছে পৌঁছে গেলেন মা ঐশ্বর্য। মেয়ের হাত ধরে নাচতে শুরু করলেন রাই-সুন্দরী। কিন্তু মায়ের হাত ধরে নাচ পছন্দ হল না আরাধ্যার। মায়ের হাত ছেড়ে সহপাঠীর সঙ্গে নাচতে শুরু করল সে।
এর আগে ওই অনুষ্ঠানে আরাধ্যার নাচের একটা ভিডিও প্রকাশ্যে এসেছে।