মুম্বই: চলতি বছরের বয়স ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে বল হাতে ফের সফল সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর। এই নিয়ে তৃতীয়বার। অনূর্দ্ধ ১৯ কুচবিহার ট্রফিতে রেলওয়েজের বিরুদ্ধে পাঁচ উইকেট নিলেন বাঁহাতি পেসার অর্জুন। তাঁর বোলিংয়ের সৌজন্য মুম্বই হারাল রেলওয়েজকে।
তিন সপ্তাহ আগেই মধ্যপ্রদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন অর্জুন। পরে অসমের বিরুদ্ধে চার উইকেট নেন।
রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচের প্রথম ইনিংসে অর্জুনকে খালি হাতেই ফিরতে হয়। ২৩ রান দিয়ে কোনও উইকেট পাননি তিনি। বাবার নামাঙ্কিত কান্ডিভিলির জিমখানায় দ্বিতীয় ইনিংসে বল হাতে জ্বলে ওঠেন সচিন তনয়। ১১ ওভারে ৪৪ রান দিয়ে ৫ উইকেট নেন এই প্রতিশ্রুতিমান বোলার। তাঁর দাপটে দ্বিতীয় ইনিংসে রেলওয়েজ ১৩৬ রানে অল আউট হয়ে যায়। মুম্বই ম্যাচ জেতে ১০৩ রানে।