ভিড়ের মধ্যে পড়ে যাওয়া ছেলেকে নিয়ে উদ্বেগ অজয়ের চোখে মুখে ফুটে উঠেছিল। এমনকী রেগে চিৎকার করতেও দেখা যায় তাঁকে।
গত বছর মুক্তি পাওয়া অজয়ের ছবি রেইড বক্স অফিসে বেশ ভাল ব্যবসা করেছে। তাঁর ছবি টোটাল ধামাল-ও সুপারহিট। শিগগিরই মুক্তি পাবে তাঁর আগামী ছবি তানাজি: দ্য আনসাঙ্গ ওয়ারিয়র। ছত্রপতি শিবাজির সেনাপতি তানাজি মলুসারের জীবনের ওপর তৈরি হচ্ছে ছবিটি।