গত বছর মুক্তি পাওয়া অজয়ের ছবি রেইড বক্স অফিসে বেশ ভাল ব্যবসা করেছে। তাঁর ছবি টোটাল ধামাল-ও সুপারহিট। শিগগিরই মুক্তি পাবে তাঁর আগামী ছবি তানাজি: দ্য আনসাঙ্গ ওয়ারিয়র। ছত্রপতি শিবাজির সেনাপতি তানাজি মলুসারের জীবনের ওপর তৈরি হচ্ছে ছবিটি। ছেলেকে নিয়ে আজমির শরিফে অজয় দেবগণ, পড়লেন ঠেলাঠেলির মধ্যে
ABP Ananda, Web Desk | 05 Nov 2019 04:07 PM (IST)
ভিড়ের মধ্যে পড়ে যাওয়া ছেলেকে নিয়ে উদ্বেগ অজয়ের চোখে মুখে ফুটে উঠেছিল। এমনকী রেগে চিৎকার করতেও দেখা যায় তাঁকে।
মুম্বই: ছেলে যুগকে নিয়ে গতকাল রাজস্থানের আজমির শরিফ দরগায় যান অজয় দেবগণ। সেখানেই ভিড়ের ধাক্কাধাক্কিতে বেশ সমস্যায় পড়েন তাঁরা দু’জনে। প্রিয় অভিনেতাকে দেখে তাঁর অনুরাগীরা কাছাকাছি আসার চেষ্টা করছিলেন। সেই ঠেলাঠেলিরই একটি ভিডিও সামনে এসেছে। ভিড়ের মধ্যে পড়ে যাওয়া ছেলেকে নিয়ে উদ্বেগ অজয়ের চোখে মুখে ফুটে উঠেছিল। এমনকী রেগে চিৎকার করতেও দেখা যায় তাঁকে।