মা হতে চলেছেন? ইনস্টাগ্রামে দীপিকা পোস্ট করলেন ছোটবেলার ছবি, প্রশ্ন অনুরাগীদের
ABP Ananda, Web Desk | 05 Nov 2019 01:29 PM (IST)
দীপিকা তাঁর একেবারে শৈশবের দুটি ঘুমন্ত ছবি পোস্ট করেছেন, লিখেছেন, পোস্ট দীপাবলী সেলিব্রেশনস..।
মুম্বই: ছোট্টবেলাকার কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দীপিকা পাড়ুকোন। আর সঙ্গে সঙ্গে ফ্যানেরা তুলে ফেলেছেন সেই চিরন্তন প্রশ্ন, আপনি কি গর্ভবতী? দীপিকা তাঁর একেবারে শৈশবের দুটি ঘুমন্ত ছবি পোস্ট করেছেন, লিখেছেন, পোস্ট দীপাবলী সেলিব্রেশনস..। আর ছবিদুটি দেখেই অনুরাগীরা প্রশ্ন করেছেন, হঠাৎ ছোটবেলার ছবি দিচ্ছেন, মা হচ্ছেন বুঝি? দেখুন মন্তব্যের ধরন দেখে দীপিকার স্বামী রণবীর সিংহের প্রতিক্রিয়া। গত বছর নভেম্বরে রণবীর সিংহকে বিয়ে করেন দীপিকা। তখন থেকেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুজব একাধিকবার ছড়িয়ে পড়েছে।