নয়াদিল্লি: বলিউডে এখন বায়োপিকের রমরমা। এ ধরনের সিনেমার বক্স অফিসে সাফল্যও চোখে পড়ার মতো। খুব শীঘ্রই মুক্তি পারে সঞ্জয় দত্তর বায়োপিক। এছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহর বায়োপিকও বলিউডের চর্চার বিষয়। এবার অজয় দেবগনও এই ধারায় যুক্ত হতে চলেছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, অজয় যোগগুরু রামদেবের বায়োপিক করতে চলেছেন। তবে বড় পর্দায় নয়, ছোট পর্দার জন্য তৈরি হবে এই সিনেমা।
বর্তমানে তাঁর আগামী সিনেমা বাদশাহী নিয়ে ব্যস্ত অজয়। জানা গেছে, তিনি রামদেবের জীবন নিয়ে একটি টেলিভিশন সিরিজের প্রযোজনা করবেন। চলতি বছরের শেষের দিকে এই সিরিয়াল শুরু হয়ে যাবে বলে আশা।
এই বায়োপিকের জন্য পরিচালক অভিনব শুক্লার সঙ্গে হাত মিলিয়েছেন বলে খবর। জানা গেছে , সিরিয়ালের নাম হবে স্বামী ‘বাবা রামদেব: দ্য আনটোল্ড স্টোরি’। সিরিয়ালের কাহিনী রামদেব ও তাঁর সঙ্গী বালকৃষ্ণনের জীবন অবলম্বনে। সিরিয়ালের অভিনয় কারা করবেন, তা এখনও ঠিক হয়নি।
এবার যোগগুরু রামদেবের বায়োপিক করবেন অজয় দেবগন
ABP Ananda, web desk
Updated at:
15 Jun 2017 12:09 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -