Ajay Devgan : পোস্টারে আদ্যিকালের ট্রাম ! বাঙালি নস্টালজিয়া ফিরিয়ে আনবে অজয় দেবগণের 'ময়দান'?

Maidaan Poster: এদিন নিজের সমাজমাধ্যমে ছবির এই নতুন পোস্টার পোস্ট করে অজয় দেবগণ লেখেন, 'বহু প্রতীক্ষিত এই ছবিটি বিশ্বজুড়ে এবার মুক্তি পেতে চলেছে।...'

Continues below advertisement

মুম্বই: তিন বছর ধরে ঠান্ডাঘরেই ছিল ছবিটি। কথা ছিল ২০২৩ সালের ২৩ জুন মুক্তি পাবে ছবিটি, কিন্তু তা হয়নি। ফের পিছিয়ে যায় মুক্তির দিন। অবশেষে ২০২৪ সালের ইদে মুক্তি পেতে চলেছে 'ময়দান' (Maidaan)। আর ২৩ জানুয়ারি সেই ছবিরই নতুন একটি পোস্টার প্রকাশ্যে আসে। নজর কাড়ে পোস্টারের ব্যাকগ্রাউন্ডে কলকাতার ট্রাম। পায়ে ফুটবল নিয়ে অজয় দেবগণকে (Ajay Devgn) দেখা গেল এক নতুন লুকে। তবে কি পুরনো কলকাতার নস্টালজিয়া ফিরিয়ে আনবে 'ময়দান' ?

Continues below advertisement

এদিন নিজের সমাজমাধ্যমে ছবির এই নতুন পোস্টার পোস্ট করে অজয় দেবগণ (Ajay Devgn) লেখেন, 'বহু প্রতীক্ষিত এই ছবিটি বিশ্বজুড়ে এবার মুক্তি পেতে চলেছে। ক্যালেন্ডারে মার্ক করে রাখুন এই বছরই ইদে ময়দানে নামব। গর্বের সঙ্গে দেখার জন্য অপেক্ষায় থাকুন। একটা অনুপ্রেরণার গল্প বলবে এই ছবি।' ছবির পোস্টারে নজর কাড়ে কলকাতার পুরনো ট্রামের ছবি। এ প্রসঙ্গে উল্লেখ্য কলকাতাতেও ছবির কিছু অংশের শ্যুটিং হয়েছে। ফলে ছবির কাহিনিতেও যে কলকাতার ছাপ থাকবে, একথা ধরে নেওয়া যায়।

এই ইদেই মুক্তি পেতে চলেছে আরেকটি ছবি অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের অভিনীত 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'। ফলে এই দুই ছবি (Maidaan) একইদিনে মুক্তি পেলে দর্শকদের মধ্যেও কতটা উন্মাদনা তৈরি হবে তা নিয়ে ভাবছেন নির্মাতারা। অমিত রবীন্দ্রনাথ শর্মা, বনি কপূর এবং জি স্টুডিওসের প্রযোজনায় এই ছবিটির মূল কাহিনি আবর্তিত হয়েছে ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের কোচ সৈয়দ আবদুল রহিমকে ঘিরে। বলাই বাহুল্য আবদুল রহিমের চরিত্রেই অভিনয় করছেন অজয় দেবগণ। সৈয়দ আবদুল রহিমকে ভারতীয় ফুটবলের জনক বলা হয়। এই ছবিতে অজয় দেবগণ ছাড়া অভিনয় করেছেন প্রিয়ামণি, গজরাজ রাও এবং বাঙালি অভিনেতা রুদ্রনীল ঘোষ। একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে আরেক বাঙালি তরুণ অভিনেতা আরিয়ান ভৌমিককেও। ছবির ট্রেলরেই নজর কেড়েছেন তিনি।

২০২০ সালের ২৭ নভেম্বর প্রথম এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। সেই তারিখ তার পর পিছিয়ে যায় ১১ ডিসেম্বরে। তারপর ২০২১ ও ২০২২ সালেও পাঁচবার মুক্তির তারিখ চূড়ান্ত করা হয় ছবির নির্মাতাদের তরফে। তা সত্ত্বেও মুক্তি পায়নি ছবি। গত বছর ২০২৩ সালের মার্চ মাসে মুক্তি পেয়েছিল এই ছবির ট্রেলর, এবার জানা গেল ছবি মুক্তির চূড়ান্ত দিন।

আরও পড়ুন: 'Main Atal Hoon' Review: অটল বিহারী বাজপেয়ীর জীবন কাহিনি তুলে ধরে 'ম্যায় অটল হুঁ', পঙ্কজ ত্রিপাঠী ছবির প্রাণ

Continues below advertisement
Sponsored Links by Taboola