নয়াদিল্লি: মঙ্গলবার নিজের আগামী ছবির কথা ঘোষণা করলেন অভিনেতা অজয় দেবগণ (Ajay Devgn)। অ্যাকশন ড্রামা 'ভোলা' (Bholaa) মুক্তি পাচ্ছে ২০২৩ সালের ৩০ মার্চ।
পরের মার্চে আসছে 'ভোলা'
ধর্মেন্দ্র শর্মা (Dharmendra Sharma) পরিচালিত ছবি 'ভোলা'। এই ছবিতে পুলিশের চরিত্রে দেখা যাবে তব্বুকে (Tabu)। তামিল (Tamil) হিট ছবি 'কৈথি'র (Kaithi) হিন্দি রিমেক হিসেবে তৈরি হচ্ছে 'ভোলা'। তামিল ছবির লেখক ও পরিচালক ছিলেন লোকেশ কনগরাজ।
এদিন সোশ্যাল মিডিয়ায় ছবির নাম ও মুক্তির তারিখ ঘোষণা করে অভিনেতা লেখেন, 'গর্বের সঙ্গে ঘোষণা করছি আগামী কাজের কথা, "ভোলা", মুক্তি পাচ্ছে ৩০ মার্চ ২০২৩।'
মূল সিনেমাটি একজন প্রাক্তন আসামিকে ঘিরে আবর্তিত হয়েছে যে জেল থেকে মুক্তি পাওয়ার পর প্রথমবার তার মেয়ের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয় কিন্তু পুলিশ এবং ড্রাগ মাফিয়ার মুখোমুখি সংঘর্ষে ধরা পড়ে যায়।
এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে 'অজয় দেবগণ ফিল্মস', 'টি সিরিজ ফিল্মস', 'রিলায়েন্স এন্টারটেনমেন্ট' ও 'ড্রিম ওয়ারিয়র পিকচার্স'। আপাতত অজয় দেবগণ অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে তাঁর 'রানওয়ে ৩৪' (Runway 34) ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন।