কলকাতা: চলতি বছর দিপাবলীতে একই সঙ্গে মুক্তি পেতে চলেছে অজয় দেবগনের (Ajay Devgan) বহুল চর্চিত ছবি 'সিংঘম' (Singham)-এর সিক্য়ুয়েল ও কার্তিক আরিয়ানের (Kartik Ariyan) ছবি 'ভুলভুলাইয়া থ্রি'  (Bhool Bhulaiyaa 3)।


'সিংঘম' (Singham) ও তার পর পর সিক্য়ুয়েল, সবকটাই ব্লকবাস্টার হিট। রোহিত শেট্টির এই ছবি নিয়ে দর্শকের উন্মাদনার পারদ সবসময়ই উর্দ্ধমুখী থাকে। অন্য়দিকে, হরর কমেডি 'ভুলভুলাইয়া থ্রি'  (Bhool Bhulaiyaa 3) নিয়ে সিনেপ্রেমীদের মধ্য়ে যথেষ্ট উচ্চাশা তৈরি হয়েছে।


আরও পড়ুন...


'RRR': 'নাটু নাটু'র অস্কার জয়, রাজামৌলির লস অ্যাঞ্জেলসের বাড়িতে পার্টি টিম 'আর আর আর'-এর


কার্তিক আরিয়ান অভিনীত 'ভুলভুলাইয়া থ্রি'  (Bhool Bhulaiyaa 3) এই হরর কমেডি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। ছবির নির্মাতারা এই মাসের শুরুতে ছবিটির মুক্তির তারিখ প্রকাশ করেছিলেন৷ অভিনেতা কার্তিক আরিয়ান সোশ্যাল মিডিয়ায় ছবিটির একটি ঘোষণার ভিডিও শেয়ার করেন, যেখানে তিনি তাঁর চরিত্র 'রুহ বাবা' হিসাবে উপস্থিত হয়েছেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন, "Rooh Baba Returns Diwali 2024. #BhoolBhulaiyaa3."


অন্য়দিকে 'সিংঘম' (Singham) প্রথম দুটি কিস্তিতে অজয় দেবগনের বাজিরাও সিংঘমকে স্থানীয় গ্যাংস্টারদের বিরুদ্ধে লড়াই করতে দেখেছিল। তবে  'সিংঘম অ্যাগেইন'এ তাঁর চরিত্রে কিছুটা পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে। রোহিত শেট্টির সূর্যবংশীতে একটি ক্যামিও চরিত্র উপস্থিত করার মাধ্য়মে ইঙ্গিত দিতে চেয়েছিলেন যে সম্ভবত এই ছবিতে অজয় দেবগনকে (Ajay Devgan)  সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে।


প্রসঙ্গত কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল কার্তিক আরিয়ানের 'শেহজাদা'। সুপারহিট তেলুগু ছবি 'আলা বৈকুন্ঠপুরামুলু'র অফিশিয়াল হিন্দি রিমেক এটি। তেলুগু ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন আল্লু অর্জুন। 'শেহজাদা' ছবির ট্রেলার, টিজান ও বেশ কয়েকটি গান মুক্তি পেতেই নেট দুনিয়ায় এই ছবিকে ঘিরে দর্শকদের উচ্ছ্বাস নজর কাড়ে। কিন্তু দর্শকদের যতটা উচ্ছ্বাস নেট দুনিয়ায় দেখা গিয়েছিল, তার বিশেষ প্রভাব বক্স অফিস কালেকশনে পড়ল না। ফলে প্রথম দিন মাত্র ৬ কোটি আয় নিয়েই থামতে হল এই ছবিকে। ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, কার্তিক আরিয়ানের ছবি 'শেহজাদা' প্রথম দিন ৬ কোটি টাকার ব্যবসা করে। দ্বিতীয় দিনও খুব বিশেষ ভালো ব্যবসা করতে পারল না এই ছবি। সূত্রের খবর, দ্বিতীয় দিনও ৬ থেকে সাড়ে ৬ কোটি টাকার মতো ব্যবসা করে 'শেহজাদা'। দুদিনে মোট ১২ থেকে সাড়ে ১২ কোটি টাকার ব্যবসা করেছে কার্তিক আরিয়ানের ছবি।