মুম্বই: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ মুক্তি পেতে চলেছে বলিউড (Bollywood) ছবি 'থ্যাঙ্ক গড' (Thank God)। দীপাবলির (Diwali 2022) উতসবের মাঝে ছবির মুক্তি নিঃসন্দেহে অন্য মাত্রা যোগ করে। ভালো ব্যবসার আশায় থাকেন নির্মাতারা। গত বছরই দীপাবলিতে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমারের ছবি 'সূর্যবংশী'। করোনা পরিস্থিতির পর যখন দেশজুড়ে প্রথম সিনেমা হল খোলে, সেই সময়ে মুক্তি পায় এই ছবি। স্বাভাবিকভাবেই করোনার সংক্রমণের আতঙ্কে যখন মানুষ দিন কাটাচ্ছে, সেই সময়ে প্রেক্ষাগৃহে ছবি মুক্তির সিদ্ধান্ত অবশ্যই সাহসের। তারইমধ্যে উল্লেখযোগ্য ব্যবসা করেছিল 'সূর্যবংশী'। তাই বহু ছবির নির্মাতারাই ভালো ব্যবসার আশায় এই সময়টা ছবি মুক্তির জন্য বেছে নেন। আজ মুক্তির আগে অগ্রিম বুকিংয়ে কত টাকা ঘরে তুলল 'থ্যাঙ্ক গড'?


ছবি মুক্তির আগেই কত টাকার ব্যসা করল 'থ্যাঙ্ক গড'?


ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, ইতিমধ্যেই প্রায় ১ কোটি টাকারও বেশি টিকিট বুকিং হয়ে গিয়েছে অজয় দেবগনের (Ajay Devgn) ছবির। তাই তাঁদের ধারণা, 'থ্যাঙ্ক গড' প্রথমদিন ১০ কোটি টাকা থেকে ১২ কোটি টাকার ব্যবসা করতে পারে বলে। যদিও অগ্রিম বুকিংয়ে বক্স অফিস কালেকশনের দিন থেকে কিছুটা পিছিয়েই রয়েছে এই ছবি। এর মূল কারণ, এইদিনই মুক্তি পাবে অক্ষয় কুমারের ছবি 'রাম সেতু'। এছাড়াও রয়েছে আরও কয়েকটি ছবি। তাই একইদিনে বেশ কয়েকজন তারকার ছবি মুক্তি পাওয়ায় তার প্রভাব পড়ছে বক্স অফিস কালেকশনে। 


বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, প্রথমদিনের অগ্রিম বুকিংয়ে 'থ্যাঙ্ক গড'-এর প্রায় ১.০৮ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। এই সংখ্যাটা শেষ পর্যন্ত ১.২৫ কোটি টাকা হতে পারে বলে অনুমান ট্রেড অ্যানালিস্টদের। শুধু দীপাবলিই নয়। এই মুহূর্তে দেশজুড়ে আরও বেশ কিছু উতসব চলছে। তাই এই মরসুমে ছবি মুক্তি পেলে ভালো ব্যবসা করতে পারে, তা বলাই বাহুল্য। এই সংখ্যক টিকিট বিক্রি হওয়ার কারণে অজয় দেবগনের ছবি প্রথমদিন ১০ থেকে ১২ কোটি টাকার ব্যবসা করতে পারে বলে জানাচ্ছেন তাঁরা।


আরও পড়ুন - Janhvi Kapoor: প্রাক্তন প্রেমিকের সঙ্গে ক্যামেরাবন্দি জাহ্নবী কপূর, ছবি ভাইরাল


প্রসঙ্গত, 'থ্যাঙ্ক গড' ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অজয় দেবগন, সিদ্ধার্থ মলহোত্র, রকুলপ্রীত সিংহকে। ছবির ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। যেখানে দেখা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়ে এক রিয়েল এস্টেট ব্রোকার। সে চোখ খুলে দেখে যে সে স্বর্গে রয়েছে। সেখানেই তাকে একটা খেলা খেলতে বলা হয়। সেই খেলায় যদি সে জেতে তাহলে ফের সে পৃথিবীতে ফিরে যেতে পারবে। এই  রিয়েল এস্টেট ব্রোকারের চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ মলহোত্র। অজয় দেবগনকে দেখা যাচ্ছে চিত্রগুপ্তর ভূমিকায়। যিনি মানুষের কর্মফল বোঝাচ্ছেন।