মুম্বই: জাহ্নবী কপূর (Janhvi Kapoor) বর্তমানে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন, সে প্রসঙ্গে খুব বিশেষ কিছু শোনা যায় না। কিন্তু তিনি অতীতে কার সঙ্গে সম্পর্কে ছিলেন, তা নিয়ে নানা কিছু জানা যায়। এই প্রথমবার নয় যে, জাহ্নবী কপূরের প্রেমজীবন সামনে এসেছে। কিছুদিন আগে তিনি এবং বলিউডের আর এক অভিনেত্রী সারা আলি খান হাজির ছিলেন কর্ণ জোহরের চ্যাট শো 'কফি উইথ করণ'-এ। সেখানেই 'কুছ কুছ হোতা হ্যায়' পরিচালক দুই নায়িকার প্রেমজীবন নিয়ে নানা অজানা তথ্য ফাঁস করেন। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে তিনি জানিয়েছিলেন যে, তাঁরই বহুতলে থাকা দুই ভাইয়ের সঙ্গে ডেট করছিলেন জাহ্নবী এবং সারা। কর্ণর এই মন্তব্যে দর্শকরা অনুমান করে নেন বীর পাহারিয়া এবং শিখর পাহারিয়ার কথা বলতে চাইছেন তিনি। আর এবার সেই শিখর পাহারিয়ার সঙ্গেই দেখা গেল জাহ্নবীকে।
দীপাবলির আগেই প্রাক্তন প্রেমিকের সঙ্গে গাড়িতে ক্যামেরাবন্দি জাহ্নবী কপূর-
সম্প্রতি পাপারাজ্জিদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জাহ্নবী কপূরের বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে নেট দুনিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, একটি রেস্তোরাঁ থেকে বেরিয়ে গাড়িতে উঠছেন অভিনেত্রী। তাঁর এক হাতে রয়েছে একটি ব্যাগ। এবং অন্য হাতে পানীয়। কোনওদিকে না তাকিয়ে সোজা গাড়িতে উঠে যান জাহ্নবী। আর তখনই দেখা যায়, গাডি়তে চালকের আসনে রয়েছেন শিখর পাহারিয়া। যাঁর সঙ্গে একদা জাহ্নবী সম্পর্কে ছিলেন বলে শোনা যায়। পুরনো সম্পর্কেই কি ফের মন দিলেন অভিনেত্রী? না। এই প্রশ্নের উত্তর জাহ্নবী দেননি এখনও পর্যন্ত।
আরও পড়ুন - Diwali 2022: দীপাবলি পার্টিতে মুখোমুখি কঙ্গনা-কর্ণ! তারপর?
প্রসঙ্গত, সদ্য কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জাহ্নবী কপূরের আগামী ছবি 'মিলি'র ট্রেলার। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন জাহ্নবী কপূর। তাঁর বিপরীতে দেখা যাবে সানি কৌশলকে (Sunny Kaushal)। 'মিলি' ছবিটি মূলত মালায়লম ছবি 'হেলেন'-এর রিমেক। 'মিলি' আসলে বাঁচার লড়াই। ছবিতে জাহ্নবী কপূর, সানি কৌশল ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মনোজ পহওয়া এবং বলিউডের আরও অনেক তারকাকে। 'মিলি'র গল্প আসলে বাঁচার লড়াই। ট্রেলারে দেখা যাচ্ছে, একটি ফাস্ট ফুড চেনে কাজ করেন জাহ্নবী। আচমকাই একদিন তিনি আটকে পরেন ফ্রিজারে। বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় স্টোর। ফ্রিজার থেকে বেরিয়ে আসার অনেক চেষ্টা করতে থাকেন তিনি। কিন্তু নাগাড়ে ফ্রিজারের মধ্যে থাকতে থাকতে ঠান্ডায় জমে যেতে থাকে তার হাত পা। ক্রমশ যেন মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে মিলি ওরফে জাহ্নবী। শেষ পর্যন্ত কী হয়? ফ্রিজার থেকে কি বেরোতে পারে জাহ্নবী? তা জানার জন্য অপেক্ষা করতে হবে ছবি মুক্তি পাওয়া পর্যন্ত। জানা গিয়েছে, আগামী ৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'মিলি'। ট্রেলারে জাহ্নবী কপূরের অভিনয়ে খুশি দর্শকেরা। ক্রমশ নিজেকে ভেঙে গড়ে তৈরি করছেন অভিনেত্রী। এমনটাই মত নেটিজেনদের।