মারা গেলেন অজয় দেবগণের বাবা, ফাইট মাস্টার বীরু দেবগণ
ABP Ananda, Web Desk | 27 May 2019 03:34 PM (IST)
অজয় দেবগণের বাবা, বর্ষীয়াণ ফাইট মাস্টার বীরু দেবগণ মারা গেলেন। আজ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
মুম্বই: অজয় দেবগণের বাবা, বর্ষীয়াণ ফাইট মাস্টার বীরু দেবগণ মারা গেলেন। আজ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। বুকে ব্যথার জেরে বীরু দেবগণের শ্বাস নিতে অসুবিধে হচ্ছিল। তাই তাঁকে মুম্বইয়ের সান্তাক্রুজের সূর্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ সকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি। বাবার শরীর খারাপের কারণে কিছুদিন ধরে কাজকর্ম বন্ধ রেখেছিলেন অজয়। আগামী ছবি দে দে পেয়ার দে-র জন্য কয়েকটি সাক্ষাৎকার বাতিল করে দেন তিনি। আজ সন্ধে ৬টায় ভিলে পার্ল শ্মশানঘাটে বীরুর অন্ত্যেষ্টি হওয়ার কথা।