পাকিস্তানে ৪০০ বছরের পুরনো গুরু নানক প্যালেসে দুষ্কৃতীদের হামলা, ক্ষতিগ্রস্ত ভবনটির বিভিন্ন অংশ
Web Desk, ABP Ananda | 27 May 2019 12:48 PM (IST)
ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিখ ধর্মাবলম্বীরা এই ভবন দর্শন করতে যান।
লাহৌর: পাকিস্তানের পঞ্জাব প্রদেশের নরোয়াল শহরে চারশো বছরের পুরনো ‘প্যালেস অফ বাবা গুরু নানক’-এ হামলা চালাল দুষ্কৃতীরা। এই হামলায় ভবনটির জানলা-দরজা সহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। স্থানীয় বাসিন্দারা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। ‘গুরু নানক প্যালেস’ নামে পরিচিত এই ভবনে শিখ ধর্মের প্রবর্তকের পাশাপাশি বেশ কয়েকজন হিন্দু সম্রাটের ছবি আছে। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিখ ধর্মাবলম্বীরা এই ভবন দর্শন করতে যান। এই ভবনে ১৬টি ঘর আছে। প্রতিটি ঘরে তিনটি করে দরজা এবং চারটি করে ভেন্টিলেটর আছে। অসাধারণ স্থাপত্যের পরিচয় পাওয়া যায় এই ভবনে। যদিও স্থানীয় প্রশাসনের দাবি, এই ভবনটির মালিকানা কার, সে বিষয়ে কিছু জানা নেই। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।