মুম্বই: বলিউড তথা ভারতীয় চলচ্চিত্র প্রেমীদের জন্য সুখবর। সিনেমা হল নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। যেখানে বলা হয়েছে ১০০ শতাংশ আসন সংখ্যাই ব্যবহার করা যাবে। মাল্টিপ্লেক্স এবং সিঙ্গল স্ক্রিনের জন্য প্রযোজ্য এই নিয়ম। আর এই নির্দেশিকায় হাসি ফুটেছে চলচ্চিত্র পরিচালক, ডিস্ট্রিবিউটরদের। প্রায় এক বছর ধরে একাধিক ছবি মুক্তির কাজ থমকে আছে। যে তালিকায় আছে অক্ষয় কুমার অভিনীত সূর্যবংশীও।


শুক্রবার ২ এপ্রিল এই ছবি মুক্তির কথা। ওইদিন গুড ফ্রাইডে। তবে তারিখ ঘোষণা নিয়ে এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি। জানা গিয়েছে, আর কয়েকদিনের মধ্যে ছবি মুক্তির দিন বলা হবে।

গত বছর ২৪ মার্চ এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার জেরে তা পিছিয়ে যায়। প্রায় ১ বছর পর মুক্তি পেতে চলেছে ছবি।

সূত্রের খবর, কোভিড পূর্ব পরিস্থিতির মতোই এই ছবি সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে দেখা যাবে হলে। প্রোমোর অপেক্ষায় আছেন একাধিক হল মালিক।

যদিও এর আগে রোহিত শেট্টির এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ওটিটি প্ল্যাটফর্মে। কিন্তু হলের দর্শকদের দিকে তাকিয়ে তাতে রাজি হননি ছবির নির্মাতারা।  প্রায় একবছর অপেক্ষা করেছেন দর্শকরা।
ডিস্ট্রিবিউটাররাও অ্যাকশন ছবির জন্য প্রায় একবছর অপেক্ষা করেছে। সূর্যবংশী দেখাতে আগ্রহী হল মালিকরাও। মনে করা হচ্ছে এখনও পর্যন্ত অক্ষয় কুমারের সবথেকে জনপ্রিয় ছবির মধ্যে একটা হতে চলেছে  সূর্যবংশী। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৫ হাজার স্ক্রিনে দেখা যাবে পরিচালক রোহিত শেট্টির এই ছবি।

এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও আর কয়েকদিনের মধ্যে প্রোমো মুক্তি পাবে ছবির। এই ছবির জন্য দর্শকরা যেভাবে অপেক্ষা করেছেন, তাকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নিতে পারেন ছবির নির্মাতারা।
উল্লেখ্য, বচ্চন পাণ্ডে ছবির জন্য জয়সলমীরে শ্যুটিং করছেন অক্ষয় কুমার।
এই প্রথম অক্ষয়ের কেরিয়ারে দুটি ছবির হলে মুক্তির মধ্যে ১৫ মাসের ব্যবধান হল। ২০১৯ সালের ডিসেম্বর মাসে বড় পর্দায় শেষবার তাঁর ছবি মুক্তি পায়। ছবির নাম ছিল গুড নিউজ।

ছবিতে অক্ষয় ছাড়াও আছেন, রণবীর সিংহ, ক্যাটরিনা কইফ, অজয় দেবগণের মতো অভিনেতারা।

অক্ষয় কুমারের সূর্যবংশীর পাশাপাশি সলমন খানের রাধে- ইওর মোস্ট ওয়ান্টেড ভাই ছবিও মুক্তি পেতে চলেছে। ১৩ মে মুক্তি পেতে পারে এই ছবি।