মুম্বই: যাচ্ছিলেন ঘাটকোপার থেকে ভারসোভা। পথে আটকে পড়লেন ট্রাফিক জ্যামে। বহুক্ষণ অপেক্ষার পর এক চমকে দেওয়া সিদ্ধান্ত নিয়ে ফেললেন অক্ষয় কুমার! ঠিক করলেন,যানজট কখন কাটবে, তার অপেক্ষায় থেকে লাভ নেই, মেট্রোরেলে চড়েই গন্তব্যে পৌঁছাবেন। যেমন ভাবা, তেমন কাজ। মেট্রো রেলে চড়ে গন্তব্যে পৌঁছলেন খিলাড়ি কুমার।
মেট্রোরেল সফরের ছবিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন অক্ষয় কুমার।

অক্ষয় আরও লেখেন, ব্যস্ত সময়ে গাড়ি করে ঘাটকোপার থেকে ভারসোভা থেকে অন্তত ২ ঘন্টা সময় লেগে যেত। তার থেকে বেশিও লেগে যেতে পারত। সেখানে মেট্রোরেলে লাগল মোটে ২০ মিনিট। শুধু যানজট এড়াতেই নয়, বৃষ্টির সময় জল জমা রাস্তার ঝঞ্ঝাট এড়াতেও মেট্রোরেল চড়াই আদর্শ, মত অক্ষয়ের।
মুম্বই মেট্রো কর্তৃপক্ষও অক্ষয়কে মেট্রো ব্যবহার করা ও সোশ্যাল সাইটে তার উপকারিতার কথা লেখার জন্য ধন্যবাদ জানিয়েছে।
এর আগে অমিতাভ বচ্চনও মুম্বই মেট্রোর উপকারিতার কথা বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।