মুম্বই: বলিউডের অন্যতম ফিট তারকা অক্ষয় কুমার। পঞ্চাশের গণ্ডি পার করলেও অনায়াসে শ্যুটিং করে যেতে পারেন বলিউডের 'খিলাড়ি'। তবে শ্যুটিং-এর সময় বাঁধা থাকে ৮ ঘণ্টায়। গত ১৮ বছর ধরে তিনি মেনে চলছেন এই নিয়ম। কিন্তু করোনা পরিস্থিতির জেরে নিজের শ্যুটিং রুল ভাঙতে বাধ্য হলেন অক্ষয়।
আপতত ব্রিটেনে নতুন ছবি 'বেল বটম'-এর শ্যুটিং করছেন অক্ষয়। করোনার জেরে এই ছবির শ্যুটিং শিডিউল বড়সড় ধাক্কা খেয়েছে। দুটি বিশাল চার্টাড ফ্লাইট ভাড়া করে গোটা শ্যুটিং ইউনিটকে লন্ডনে নিয়ে গিয়েছেন প্রযোজক। অন্যদিকে করোনা সতর্কতা জারি থাকায় ১৪ দিনের কোয়ারেন্টাইন নিয়মও মানতে হয়েছে। যা ছবির বাজেট বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তাই প্রযোজকের উপর আর বোঝা বাড়াতে চান না অক্ষয় কুমার। সেই কারণেই এই সিদ্ধান্ত।
প্রযোজক জ্যাকি ভাগনানিও রয়েছেন সেখানে। তিনিও সাহায্য করছেন সমস্ত ম্যানেজমেন্টকে। তিনি জানিয়েছেন, সেটে অক্ষয়ের এতটা এনার্জি অন্য অভিনেতাদেরও উৎসাহিত করছে। প্রত্যেকেই অনেকটা বেশি সময় কাজ করছেন প্রতিদিন। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে হুমা কুরেশি এবং লারা দত্তকে। ছবিতে অক্ষয়ের নায়িকা বাণী কপূর।
স্পাই-থ্রিলার এই ছবির একেবারে নতুন একটি লুক জন্মদিনের দিন দর্শকের জন্য উপহার দিলেন ছবির নির্মাতারা। পরিচালক রঞ্জিত এম তিওয়ারির স্পাই থ্রিলার "বেল বটম' আশির দশকের প্রেক্ষাপটে তৈরি। অগাস্ট মাসের শুরুতেই এই ছবির শ্যুটিং লন্ডন পৌঁছয় শ্যুটিং টিম।
পূজা এন্টারটেনমেন্ট ও এমিনি এন্টারটেনমেন্টের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। 'বেল বটম' প্রযোজনার দায়িত্বে রয়েছেন বাসু ভাগনানি,জ্যাকি ভাগনানি,দীপশিখা দেখমুখ,মণীষা আডবাণী,নিখিল আডবাণীরা। ২০২১ সালের ২ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবির।
১৮ বছরের কোন নিয়ম ভাঙলেন অক্ষয় কুমার? কেন? জেনে নিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Sep 2020 04:21 PM (IST)
বলিউডের অন্যতম ফিট তারকা অক্ষয় কুমার। পঞ্চাশের গণ্ডি পার করলেও অনায়াসে শ্যুটিং করে যেতে পারেন বলিউডের 'খিলাড়ি'। তবে শ্যুটিং-এর সময় বাঁধা থাকে ৮ ঘণ্টায়। গত ১৮ বছর ধরে তিনি মেনে চলছেন এই নিয়ম। কিন্তু করোনা পরিস্থিতির জেরে নিজের শ্যুটিং রুল ভাঙতে বাধ্য হলেন অক্ষয়।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -