নয়াদিল্লি: বক্সঅফিস সংঘাত কৌশলে এড়িয়ে গেলেন পরিচালক রোহিত শেট্টি। অক্ষয় কুমার অভিনীত, রেহিত শেট্টি পরিচালিত ‘সূর্যবংশী’ ও সলমন খান অভিনীত ‘ইনশাআল্লাহ’ – দুটি ছবিরই আগামী বছর ইদে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি টিম ‘সূর্যবংশী’ রিলিজ ডেট এগিয়ে এনেছে ২০২০ সালের ২৭ মার্চে। তবে ছবি মুক্তি এগিয়ে আসায় একটুও খুশি হননি অক্ষয়ভক্তরা। বরং বছরের বিশেষ সময়ে বক্সঅফিসে দুই মহাতারকার মহারণ দেখার অপেক্ষায় ছিলেন তাঁরা। এই ঘোষণায় রীতিমতো আশাহত ও ক্রুদ্ধ অক্ষয় ফ্যান ক্লাব।
‘সূর্যবংশী’তেই প্রথমবার রোহিত শেট্টির পরিচালনায় কাজ করছেন অক্ষয়। এই ছবিতে বিভিন্ন স্টান্ট নিজেই করছেন তিনি। সেই ছবি নেটদুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। খিলাড়ি কুমারের এইসব স্টান্ট দেখার জন্য মুখিয়ে অনুরাগীরা। কিন্তু সলমনের ছবির জন্য কেন মুক্তির দিন পরিবর্তন করল রোহিত-শিবির, রাগটা সেখানেই। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। তৈরি হয়েছে বিভিন্ন হ্যাশট্যাগও।
ভক্তদের একের পর এক পোস্ট দেখেও প্রথমে নিশ্চুপ ছিলেন আক্কি। টুইটারে #BoycottSooryavanshi, #BoycottAkshayKumar, #ShameOnYouRohitShetty ইত্যাদি হ্যাশট্যাগে রাগপ্রকাশ করতে থাকেন অক্ষয় ভক্তরা।
শেষমেশ অবশ্য টুইটারে কলম ধরেন অক্ষয়। তিনি অনুরাগীদের অনুরোধ করেন, ‘সূর্যবংশী’ নিয়ে নেতিবাচক কথাবার্তা থেকে তাঁরা যেন বিরত থাকেন। দেখুন সেই টুইট।



প্রিয় অভিনেতার টুইটেও অনেকে চুপ করেননি। পাল্টা টুইটে বারবার ছবির তারিখ না পরিবর্তন করার অনুরোধ জানাতে থাকেন তাঁরা। বুঝিয়ে দেন, আক্কির অনুরোধেও বরফ গলেনি।









অন্যদিকে ছবির মুক্তির দিন পরিবর্তনের জন্য রোহিতকে ধন্যবাদ দিয়েছেন সলমন।



এই দুই ছবি ঘিরে দর্শকের উৎসাহের শেষ নেই। সঞ্জয়লীলা বলশালীর পরিচালনায় ‘ইনশাআল্লাহ’ ছবিতে সলমনের বিপরীতে আছেন আলিয়া ভট্ট। অন্যদিকে ‘সূর্যবংশী’তে অক্ষয়ের নায়িকা ক্যাটরিনা কাইফ।