সংক্ষিপ্ত ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, অক্ষয় লাফিয়ে বলে চাপড় মারছেন, যদিও নেটের ওপারে বিপক্ষের কুশলী একজন দক্ষতার সঙ্গে তা ঠেকিয়ে দিলেন। অক্ষয় ও বাকিদের সবার পরনে কালো টি-শার্ট, ট্র্যাক বটম। উঁচু সিটে বসে খেলা পরিচালনা করছেন রেফারি। আশপাশে কয়েকজন দর্শক। জায়গাটা ঘন কুয়াশার আস্তরণে ঘেরা। প্রসঙ্গত, সেনাবাহিনী, আধাসামরিক বাহিনীর জওয়ানদের দেশের প্রতি দায়বদ্ধতারে সবসময় শ্রদ্ধার চোখে দেখেন অক্ষয়। অতীতে তার একাধিক উদাহরণ দিয়েছেন তিনি। জয়সলমীরে বচ্চন পান্ডের শ্যুটিংয়ে অক্ষয়ের ব্যস্ত থাকার বেশ কিছু ভিডিও সামনে এসেছে। বিভিন্ন লোকেশনে শ্যুটিং চলছে। শহরের নাচনা হাভেলিতেও কাজ হয়েছে ছবির। ছবির তাঁর চরিত্রের প্রথম লুকের ছবিও সোস্য়াল মিডিয়ায় শেয়ার করেছেন অক্ষয়। লিখেছেন, নতুন বছর। পুরানো সঙ্গ। সাজিদ নাদিদওয়ালার সঙ্গে আমার ১০ নম্বর ছবি বচ্চন পান্ডের শ্যুটিং শুরু করলাম। আশা করি, আরও ছবি করব। আপনাদের সবার শুভেচ্ছা কামনা করি। লুকটা দেখে আপনাদের কেমন লাগছে, অবশ্যই আমায় জানান। ছবির লিড হিরোইন কৃতী শ্যানন। তিনিও শ্যুটিংয়ের ভিডিও পোস্ট করেছেন। শহরে পা রাখা থেকে শুরু করে সূর্যগড় হোটেলে ঢোকার একাধিক ছোট ছোট ক্লিপ শেয়ার করেছেন তিনি। সেনা দিবসে জওয়ানদের সঙ্গে ভলিবল খেললেন অক্ষয়, সূচনা করলেন ম্যারাথনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Jan 2021 10:25 PM (IST)
লিখেছেন, সেনাদিবস উপলক্ষ্যে পতাকা নেড়ে ম্যারাথন দৌড়ের সূচনা করতে আমাদের সাহসী, বীর জওয়ানদের কয়েকজনের সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছিল। ভলিবলের মতো গতিসম্পন্ন খেলার চেয়ে গা গরম করার আর কী ভাল রাস্তা আছে!
মুম্বই: পরের ছবি বচ্চন পাণ্ডে-র শ্যুটিং উপলক্ষ্যে রাজস্থানে জয়সলমীরে রয়েছেন অক্ষয় কুমার। সেখানে সেনা দিবসে জওয়ানদের সঙ্গে ভলিবল খেলার পাশাপাশি ম্যারাথনে সূচনা করে দিনটি পালন করলেন বলিউডের জনপ্রিয়, সফল অভিনেতা। ইনস্টাগ্রামে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে ভলিবল খেলার ভিডিও শেয়ার করেছেন তিনি। লিখেছেন, সেনাদিবস উপলক্ষ্যে পতাকা নেড়ে ম্যারাথন দৌড়ের সূচনা করতে আমাদের সাহসী, বীর জওয়ানদের কয়েকজনের সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছিল। ভলিবলের মতো গতিসম্পন্ন খেলার চেয়ে গা গরম করার আর কী ভাল রাস্তা আছে!