মুম্বই: অক্ষয় কুমার এখন ব্যস্ত স্বাধীন ভারতের প্রথম অলিম্পিক সোনাজয়ের ওপর তৈরি ছবি গোল্ড-এর প্রমোশনে। তার ফাঁকেই অক্ষয় জানিয়েছেন, বিশ্বমানের ট্র্যাক ইভেন্টে প্রথম সোনাজয়ী ভারতীয় হিমা দাসের ওপর বায়োপিক তৈরিতে আগ্রহী তিনি।
শিগগিরই শুরু হচ্ছে এশিয়ান গেমস। ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানান অক্ষয়। তখন কোন খেলোয়াড়ের ওপর তিনি প্রযোজক হিসেবে ছবি বানাতে আগ্রহী জানতে চাওয়া হলে তিনি বলেন হিমা দাসের কথা। বলিউডের খিলাড়ি কুমার বলেন, হিমার ওপর তিনি ছবি বানাতে চান, কারণ হিমা ট্র্যাক রানার। তিনি যা করে দেখিয়েছেন তার নজির আর নেই। ভারতের গণ্ডগ্রাম থেকে উঠে এসে দৌড়ের ট্র্যাকে সোনা জেতা অসাধারণ সাফল্য।
অক্ষয় বলেছেন, ট্র্যাক ইভেন্টে এ দেশের বিশেষ সাফল্য নেই, তাই তিনি মনে করেন, প্রতিভাদের উৎসাহ দেওয়া, লালন পালন করা জরুরি। বাস বা ট্রেন ধরতে প্রতিদিন আমাদের কত জোরে দৌড়তে হয়, তাই ট্র্যাক ইভেন্টেও গোটা বিশ্বকে দেখিয়ে দিতে পারি, এ দেশে প্রতিভার অভাব নেই। সে জন্য হিমা দাসের ওপর বায়োপিক তৈরিতে আগ্রহী তিনি।
১৫ অগাস্ট মুক্তি পাচ্ছে অক্ষয়ের গোল্ড। এই ছবিতে এক বাঙালি হকি খেলোয়াড় তপন দাসের চরিত্রে দেখা যাবে তাঁকে।
এবার অক্ষয় বানাতে চান হিমা দাসের বায়োপিক
ABP Ananda, Web Desk
Updated at:
29 Jul 2018 02:17 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -