কলকাতা: তাঁকে 'বলিউডের খিলাড়ি' এমনি এমনিই কি আর বলা হয়? সিনেমার পর্দায় তাঁর যে চোখ ধাঁধানো সমস্ত স্টান্ট দেখা যায়, তার অধিকাংশই তাঁর নিজের করা। রিয়েল লোকেশনে, বডি ডাবল না নিয়েই শ্যুটিং করতে ভালবাসেন তিনি। কিন্তু এই ঝুঁকি নিয়ে গিয়ে বিপত্তিও ঘটে মাঝে মাঝে। ঠিক যেমনটি ঘটল ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ (Bade Miya Chote Miya)-র সেটে। ছবির শ্যুটিং চলছিল স্কটল্যান্ডে। আর সেখানে শ্যুটিং করতে গিয়ে আহত হলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। সূত্রের খবর, একটি অ্যাকশন সিকোয়েন্সের শ্যুটিং করতে গিয়ে আহত হয়েছেন তিনি।


এই সিনেমায় অক্ষয়ের সঙ্গে দেখা যাবে টাইগার শ্রফ (Tiger Shrof)-কে। দুই অ্যাকশন হিরোর দ্বৈরথ দেখা জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। তবে এখন কেরিয়ারের ভাল সময়ে নেই অক্ষয়। একাধিক ছবি করলেন তাঁর একের পর এক ছবি বক্সঅফিসে ব্যবসা জমাতে পারেনি একেবারেই। পৃথ্বীরাজ (Prithwiraj) থেকে শুরু করে রামসেতু (Ram Setu), সাফল্যের মুখ দেখছে না তাঁর ছবি। তবে তাঁর থেকে প্রত্যাশা রয়েছে দর্শকদের।


আরও পড়ুন: Sara Ali Khan: থিয়েটারই আমাকে অভিনয় শিখিয়েছে: সারা আলি খান


এই ছবির যে টিজার মুক্তি পেয়েছিল, সাড়া পেলে দিয়েছিল সেটিই। সেখানেই ইঙ্গিত ছিল, দুই অ্যাকশন হিরোর বেশ কিছু জমাটি সিকোয়েন্স থাকবে। আর তেমনই একটা সিকোয়েন্সের শ্যুটিং করতে গিয়ে হাঁটুতে চোট পান অক্ষয়। তবে শ্যুটিং বন্ধ রাখতে নারাজ অক্ষয়। হাঁটুতে ব্রেস পরে শ্যুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। তবে আপাতত বন্ধ রাখতে হয়েছে অ্যাকশন সিকোয়েন্সের শ্যুটিং। হাঁটুতে ব্রেস পরে ক্লোজ শট দিচ্ছেন তিনি। শ্যুটিং শিডিউলের খুব বেশি এদিক ওদিক করতে নারাজ অক্ষয়। সেই কারণে আঘাত নিয়েও শ্যুটিং চালিয়ে যাচ্ছেন। তবে অবশ্যই চোট লাগার পরে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। আপাতত চিকিৎসদের পরামর্শ মেনে সাবধানেই রয়েছেন তিনি। 


এর আগে পরিচালক আলি আব্বাস জাফর (Ali Abbash Jafar) সোশ্যাল মিডিয়ায় ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবিটির আপডেট শেয়ার করে লিখেছিলেন, ‘আসল লোকেশন আসল স্টান্ট পারফর্ম করার চেয়ে বেশি সন্তোষজনক আর কিছু হতে পারে না। বন্দুক… ট্যাঙ্ক… গাড়ি… বিস্ফোরণ.. অন্যতম সেরা টেকনিক্যাল ক্রু স্কটল্যান্ডের’। শ্যুটিংয়ে সবরকম সুরক্ষা মেনেই কাজ করছিলেন তারকারা, তবুও কখন কখনও অপ্রিয় ঘটনা ঘটে যায় সেটে। তবে এর আগে আরও একটি দুর্ঘটনা ঘটেছিল এই ছবিকে ঘিরেই। গত ফেব্রুয়ারিতে মুম্বইয়ে ছবির শ্যুটিং চলাকালীন সেটে যাওয়ার পথে রূপটান শিল্পী শ্রবণ বিশ্বকর্মা চিতাবাঘের হামলার শিকার হন।