মুম্বই: বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে (Akshay Kumar) শীঘ্রই দেখা যাবে 'সেলফি' (Selfiee) ছবিতে। অক্ষয়ের সঙ্গে এই ছবিতে সঙ্গী হয়েছেন বলিউডের আর এক অভিনেতা ইমরান হাশমি (Emraan Hashmi)। ইতিমধ্যেই সেই ছবির একটি গান মুক্তি পেয়েছে। নয়ের দশকের জনপ্রিয় 'ম্যায় খিলাড়ি তু আনাড়ি' গানের রিমেকে দেখা গিয়েছে তাঁকে। আগামী ২৫ ফেব্রুয়ারি ছবির মুক্তি। বর্তমানে ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন তিনি। আর এবার নেট দুনিয়ায় মুক্তি পেল এই ছবির আরও একটি গান। পঞ্জাবি গান 'কুড়িয়ে নি তেরি'-তে অক্ষয়ের সঙ্গে দেখা যাচ্ছে নোরা ফতেহিকে (Nora Fatehi)।
'সেলফি'র নতুন গান 'কুড়িয়ে নি তেরি'-
সদ্যই নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে 'সেলফি' ছবির পরবর্তী গান 'কুড়িয়ে নি তেরি'। পঞ্জাবি এই গানের অক্ষয় কুমারের সঙ্গী হয়েছেন নোরা ফতেহি। ক্যাজুয়াল পোশাকে অক্ষয়ের সঙ্গে বোল্ড নিয়ন পোশাকে নোরা নেট দুনিয়ায় ঝড় তুললেন মুহূর্তে। ভিডিও প্রকাশ্যে আসলেই পারদ চড়েছে। আর গান মুক্তি পেতেই নেটিজেনরা কমেন্টে জানতে চেয়েছেন যে, টুইঙ্কল খন্না কি গানটি দেখেছেন?
'সেলফি' ছবিতে অক্ষয় কুমার, ইমরান হাশমি ছাড়াও অভিনয় করেছেন নুসরত ভারুচা এবং ডিয়ানা পেন্টি। ছবিতে অক্ষয় কুমার একজন সুপারস্টার। এবং ইমরান হাশমি তাঁর বড় অনুরাগী এবং পেশায় একজন পুলিশ অফিসার। অ্যাকশন - কমেডি ঘরানার এই ছবিকে ঘিরে উত্তেজিত দর্শকেরা। আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে 'সেলফি'। রাজ মেহতা পরিচালিত 'সেলফি' আসলে জনপ্রিয় মালায়লম ছবি 'ড্রাইভিং লাইসেন্স'-এর হিন্দি অ্যাডাপশন।
আরও পড়ুন - DDLJ Box Office Collection: ২৮ বছর পর ফের মুক্তি পেয়ে ২ দিনে কত টাকার ব্যবসা করল 'ডিডিএলজে'?
প্রসঙ্গত, অক্ষয় কুমারের হাতে এই মুহূর্তে রয়েছে বেশ কয়েকটি ছবি। তাঁকে শীঘ্রই দেখা যাবে 'ওহ মাই গ়ড ২' ছবিতে। এছাড়াও অ্যাকশন থ্রিলার 'বড়ে মিঞা ছোটে মিঞা' ছবিতে তিনি অভিনয় করছেন টাইগার শ্রফের সঙ্গে। এই ছবিটি একাধিক পুরস্কার প্রাপ্ত তামিল ছবি 'সুরারাই পোত্রু'র হিন্দি রিমেক। অন্যদিকে, বর্তমানে বলিউডে অন্য ধরনের ছবিতে অভিনয় করছেন ইমরান হাশমি। 'সেলফি' ছাড়াও তাঁকে দেখা যাবে সলমন খানের ছবি 'টাইগার থ্রি'তে। এই ছবিতে তিনি খলনায়কের ভূমিকায় রয়েছেন।