মুম্বই: লকডাউনের বিরতি কাটিয়ে আনলক ওয়ান পর্বে ফের চেনা ছন্দে ফিরছে টিনসেল টাউন। আর শ্যুটিং ফ্লোরে ফেরার শুরুতেই একটি অভিনয় সেরে ফেলেছেন অক্ষয় কুমার। একটি জন সচেতনতামূলক বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই শোনালেন করোনা পরবর্তী ফ্লোরের অভিজ্ঞতা।

করোনাভাইরাস সংক্রান্ত একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপনে অভিনয় করেছেন অক্ষয়। সেখানে তুলে ধরা হয়েছে করোনাযোদ্ধা অর্থাৎ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী ও পুলিশের কাজকে। সেই সঙ্গে দেওয়া হয়েছে সুরক্ষাবিধি মেনে ফের স্বাভাবিক জীবনে ফেরার বার্তা।

শ্যুটিং-এর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অক্ষয় জানান, পিপিই কিট পরেই ফ্লোরে গিয়েছিলেন তিনি। বললেন, 'অনেকদিন পর ক্যমেরার মুখোমুখি হব বলে আমি বেশ উৎসাহী ছিলাম। কিন্তু ফ্লোরে অর্ধেকের থেকেও কম লোক ছিল। বেশ অচেনা লাগছিল সবকিছু। গোটা ফ্লোর স্যানিটাইজ করা হচ্ছিল। প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছিলেন। সাধারণত দেখা হলে আমরা একে অপরকে জড়িয়ে ধরি বা করমর্দন করি। কিন্তু এখন সেইসব নেই। আমি বালকি স্যারকে জড়িয়ে ধরতেও পারিনি। মাস্ক, ফেস শিল্ড পরিহিত সবাই ঘুরছিল ফ্লোরে। আমার মনে হচ্ছিল প্রত্যেকে যেন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে!'



অক্ষয় আরও বলেন, 'এই যুদ্ধে আমাদের ভয় পেয়ে হেরে গেলে চলবে না। সুরক্ষাবিধি নিয়ে ফিরতেই হবে কাজে।'