নয়াদিল্লি: ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদির ৬৯ তম জন্মদিন। ঠিক এই দিনেই অক্ষয় কুমার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ‘মন বৈরাগী’র প্রথম পোস্টার। প্রধানমন্ত্রী মোদির যুবা-বয়সের কাহিনি তুলে ধরবে এই ফিচার ছবিটি। সোশ্যাল মিডিয়ায় ‘মন বৈরাগী’র ওই পোস্টারটি আপলোড করেছেন দক্ষিণী অভিনেতা প্রভাসও।
পোস্টারে একটি কম বয়সি ছেলের মুখ। তাঁর চোখের ভাষা গভীর। পোশাকেও মাটির ছাপ। সঞ্জয় লীলা ভন্সালী ও মহাবীর জৈনের এই ফিচার ফিল্মটি মোদির জীবনী নির্ভর, লিখেছেন অক্ষয়।
দেখুন সেই পোস্ট।


অভিনেতা প্রভাস ওই পোস্টারটি শেয়ার করে লিখেছেন, এক বিশেষ চলচ্চিত্র নির্মাতার তৈরি, বিশেষ ছবি, এক বিশেষ মানুষের জীবনের উপর। ছবিটির পরিচালনার দায়িত্বে সঞ্জয় ত্রিপাঠি। সঙ্গে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছাও জানান বাহুবলী-অভিনেতা।



আগামী শীতেই মুক্তি পাওয়ার অপেক্ষায় ‘মন বৈরাগী’।
এর আগেও মোদির জীবনী নিয়ে ছবি তৈরি হয়েছিল। ছবির নাম ছি্ল ‘পি এম নরেন্দ্র মোদি’। মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন বিবেক ওবেরয়। ছবিটি নিয়ে বিতর্কও হয়েছিল বিস্তর।