মুম্বই: চলচ্চিত্রপ্রেমীদের কাছে অত্যন্ত উল্লেখযোগ্য 'শোলে' (Sholey) ছবিটি। এই বিখ্যাত ছবির দুই কিংবদন্তি অভিনেতার চরিত্র জয় এবং বীরুর বন্ধুত্ব বারবার উল্লেখ্য হয়ে ওঠে যখনই বন্ধুত্বের উদাহরণ দেওয়া হয়। 'শোলে' ছবিরই একটি জনপ্রিয় গান 'ইয়ে দোস্তি হম নেহি তোড়েঙ্গে'। যেখানে একটি বাইকে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং ধর্মেন্দ্রকে (Dharmendra) সওয়ার হতে দেখা গিয়েছে। এবার সেই দৃশ্যই পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty) সঙ্গে মিলে অনুরাগীদের জন্য ফের তৈরি করলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)।
করোনা পরিস্থিতিতে সিনেমাহল বন্ধ থাকায় বলিউডে বহু ছবির মুক্তি আটকে ছিল। মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে সিনেমাহল খোলার ঘোষণার পরই পরিচালক রোহিত শেট্টি তাঁর আগামী ছবি 'সূর্যবংশী'র (Sooryavanshi) মুক্তির কথা ঘোষণা করে জানিয়েছিলেন যে, এই দীপাবলিতেই মুক্তি পাবে। পরবর্তীকালে দিন দিন ঘোষণা করে জানান আগামী ৫ নভেম্বর মুক্তি পাবে মাল্টিস্টারার 'সূর্যবংশী'। এই ছবিতে অভিনয় করেছেন বলিউডের একঝাঁক তারকা। অক্ষয় কুমার, অজয় দেবগন, রণবীর সিংহ, ক্যাটরিনা কাইফকে দেখা যাবে এতে।
আগামী ছবি মুক্তির আগে সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পরিচালক রোহিত শেট্টির সঙ্গে বাইক রাইডিংয়ের ছবি পোস্ট করেছেন অক্ষয় কুমার। ছবিতে দেখা যাচ্ছে, রোহিত শেট্টি বাইক চালাচ্ছেন। আর বাইকের পিছনে দাঁডি়য়ে রয়েছেন বলিউডের খিলাড়ি। ছবির ক্যাপশনে আবার অক্ষয় কুমার লিখেছেন, 'আমাদের জয়-বীরু মুহূর্ত। যখন রোহিত শেট্টি দুর্দান্ত অ্যাকশনের জন্য পর্দায় গাড়ি ওড়ানো থেকে বিরতি নিয়েছেন। আগামী ৫ নভেম্বর আপনার নিকটবর্তী সিনেমাহলে মুক্তি পাবে সূর্যবংশী।' অক্ষয় কুমারের এই পোস্ট দেখে কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা। কোনও নেট নাগরিক লিখেছেন, 'একদম সঠিক ছবি'। আবার কোনও নেট নাগরিক ভালোবাসার ইমোজি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত, রোহিত শেট্টির সঙ্গে অক্ষয় কুমারের বন্ধুত্বের কথা অনুরাগীদের একেবারেই অজানা নয়।