মু্ম্বই: বলিউডে বহুবার অ্যাকশন সিকোয়েন্সে দর্শকদের মন কেড়েছেন। এবার চ্যালেঞ্জ নিতে সটান হাজির গভীর জঙ্গলে। তিনি অক্ষয় কুমার। আর সঙ্গী বেয়ার গ্রিলস। অ্যাডভেঞ্চারের জগতে অতি পরিচিত একটি নাম। ডিসকভারি চ্যানেলে সেপ্টেম্বরেই তাঁর এই শো সম্প্রচার করা হবে। বেয়ার গ্রিলসের সঙ্গে নিজের টুইটার হ্যান্ডলে এক মিনিটের একটি ভি়ডিয়ো শেয়ার করেছেন মিস্টার খিলাড়ি। যা ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে।
কর্নাটকের বান্দিপুর টাইগার রিজার্ভ ফরেস্টে রেয়ার গ্রিলসের সঙ্গে স্টান্ট করতেও দেখা গিয়েছে বলিউডের হিরোকে। শো-এর যে ভিডিয়োটি অক্ষয় শেয়ার করেছেন, তাতে তিনি বলছেন ’’আই অ্যাম রিল হিরো, হি হিজ রিয়েল হিরো....।‘‘ বেয়ার গ্রিলসের সঙ্গে অভিযানে শ্যুটিং যে চ্যালেঞ্জিং ছিল তাও জানিয়েছেন অক্ষয়। তিনি বলেছেন, ’’বেয়ার গ্রিলসের সঙ্গে অরণ্য অভিযানের আগে যে, আমায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সেটা আমি জানতাম। কিন্তু অভিযানে যাওয়ার পর এলিফ্যান্টস পোপ টি খাইয়ে গ্রিলস আমাকে পুরো চমকে দিয়েছেন ... উফ, কি অবিশ্বাস্য একটা দিন।‘‘
’ইন টু দ্য ওয়াইল্ড‘-শোয়ে পুরো সেনাবাহিনীর কায়দায় ড্রিল করতে দেখা গিয়েছে অক্ষয়কে। ৭টি ভাষায় এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মিলিয়ে বিশ্বের ৫০টি দেশে শো-টি দেখা যাবে। বাংলা, হিন্দি, ইংরেজি ছাড়াও তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় সম্প্রচারিত হবে এই অ্যাডভেঞ্চার শো। ১১ ও ১৪ সেপ্টেম্বর দুটি পর্বে শো দুটি দেখানো হবে।
বেয়ার গ্রিলসের সঙ্গে তাঁর অরণ্য অভিযানের কথা বলতে গিয়ে রীতিমতো থ্রিলড ’মিস্টার খিলাড়ি‘। অক্ষয় জানিয়েছেন বেয়ার গ্রিলসের একাগ্রতা, নিষ্ঠা, এনার্জি, স্পিরিটকে বরাবরই শ্রদ্ধা করে এসেছেন। তাঁর সঙ্গে কাজের অভি়জ্ঞতা দারুণ রোমাঞ্চকর। একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, প্রতিটা চ্যালেঞ্জ পেরিয়ে যাওয়ার সাহসটাও দারুণ অনুপ্রেরণামূলক বলে জানিয়েছেন অক্ষয়।