নয়াদিল্লি: অক্ষয় কুমার (Akshay Kumar), রকুলপ্রীত সিংহ (Rakulpreet Singh) অভিনীত আগামী ছবি 'কাটপুতলি'র (Cuttputlli Trailer Out) ট্রেলার প্রকাশ্যে। শনিবার ডিজনি প্লাস হটস্টারের (Disney Plus Hotstar) এই ছবির ঝলক পেল দর্শক। মুক্তি পাবে ২ সেপ্টেম্বর।


'কাটপুতলি' ট্রেলার প্রকাশ্যে


অক্ষয় কুমারকে তাঁর আগামী ছবি 'কাটপুতলি'তে অর্জন শেঠির চরিত্রে দেখা যাবে। কসৌলির বাসিন্দাদের রক্ষা করার শপথ নেওয়া কর্তব্যনিষ্ঠ এক সাব-ইনস্পেক্টর। কিন্তু নিয়তির অন্য পরিকল্পনা ছিল। তিনি জড়িয়ে পড়বেন এক খুনির কেসে। একের পর এক খুন করতে থাকে সে, কোনও প্রমাণ সে ছাড়ে না, কেবল ফেলে যায় লাশ।


কসৌলির একের পর এক খুনের কিনারা করতে আসা এক ছোট শহরের পুলিশের গল্প এটি। প্রত্যেক খুনের মধ্যে এক যোগসূত্র খুঁজে বের করে খুনিকে ধরতে উদ্যত হয় শেঠি। কিন্তু এই তদন্ত চলাকালীন, খুনি পৌঁছে যায় তাঁর নিজের বাড়ি পর্যন্ত। তারপর?


 






এই ছবির ব্যাপারে অক্ষয় কুমার বলেন, 'কসৌলির দুর্দান্ত প্রকৃতির মধ্যে নৃশংস খুনের গল্প বলবে এই ছবি। একাধিক ট্যুইস্ট ও টার্নে ভর্তি এই ছবি।'


বাসু ভগনানি ও জ্যাকি ভগনানি, দীপশিখা দেশমুখ ও পূজা এন্টারটেনমেন্ট প্রযোজিত এই ছবির পরিচালনা করেছেন রঞ্জিত এম. তিওয়ারি। 'কাটপুতলি'তে দেখা যাবে সরগুন মেটা ও চন্দ্রচূড় সিংহকে।


আরও পড়ুন: Will Smith: অস্কারের মঞ্চে চড় কাণ্ডের পর শুরু হল উইল স্মিথের বায়োপিকের কাজ


অন্যদিকে, সম্প্রতি মুক্তি পাওয়া অক্ষয় কুমারের পরপর তিনটি ছবি - 'বচ্চন পান্ডে', 'সম্রাট পৃথ্বীরাজ' এবং 'রক্ষাবন্ধন' বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এখন তার পরবর্তী ছবি 'কাটপুতলি' সরাসরি ওটিটিতে মুক্তি পেতে চলেছে। এমন পরিস্থিতিতে, আসন্ন থ্রিলারের ট্রেলার লঞ্চ ইভেন্টে তাঁকে বক্স অফিসের লড়াই এবং সরাসরি OTT-তে চলচ্চিত্রের মুক্তি সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করা হলে, অক্ষয় তাঁর সিনেমার ব্যর্থতার জন্য নিজেকে দায়ী করেন।