নয়াদিল্লি: চলতি বছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (Oscar 2022) মঞ্চে ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। স্ত্রীকে নিয়ে চটুল রসিকতায় মাথা ঠান্ডা রাখতে না পেরে সঞ্চালক ক্রিস রককে (Chris Rock) সপাটে চড় কষিয়ে দেন হলিউড তারকা উইল স্মিথ (Will Smith)। তা নিয়ে কম বিতর্ক তৈরি হয়নি। চড় কাণ্ডের কিছুক্ষণ পরই সেরা অভিনেতার পুরস্কারটাও পান তিনি। এরপর মঞ্চে গিয়ে নিজের কাজের জন্য ক্ষমাও চেয়ে নেন অভিনেতা। জানা যাচ্ছে, অস্কারের মঞ্চে চড় কাণ্ডের পর থমকে গিয়েছিল উইল স্মিথের বায়োপিকের কাজ। তবে, এবার সেই কাজ ফের শুরু হল।


উইল স্মিথের বায়োপিকের কাজ শুরু হল-


সম্প্রতি হলিউড তারকা উইল স্মিথের ঘনিষ্ঠ সূত্রে বলা হয়েছে যে, 'চড় কাণ্ডের পর উইল নেটফ্লিক্স এবং অ্যাপল প্লাসের প্রোজেক্ট থেকে বেরিয়ে গিয়েছিল। ও ক্ষম চাওয়ার পর থেকে দীর্ঘ সময়ের জন্য স্পটলাইট থেকে সরে গিয়েছিল। ফের কথাবার্তা শুরু হয়েছে। আমরা এই প্রোজেক্টে কাজ করতে আগ্রহী রয়েছি। দ্রুত কাজ শুরু করতে চাই। নেটফ্লিক্স এই বায়োপিক নিয়ে আগ্রহী। অস্কারের মঞ্চে চড় কাণ্ড। বিতর্ক। সমস্ত কিছুই উইলের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। আর গল্পেরও অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হবে এটি।'


আরও পড়ুন - Dobaaraa Box Office Collection: প্রত্যাশা জাগিয়েও প্রথমদিন বক্স অফিসে প্রভাব ফেলতে পারল না অনুরাগ-তাপসীর 'দোবারা'


প্রসঙ্গত, সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন হলিউড তারকা উইল স্মিথ। চলতি বছর অস্কারের মঞ্চে তিনি যে কাণ্ড ঘটিয়েছেন, সে সম্পর্কে তাঁকে ওই ভিডিওতে বলতে দেখা যাচ্ছে। পাশাপাশি ভিডিওতে ক্রিস রকের কাছে ক্ষমাও চেয়েছেন অভিনেতা। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি প্রশ্ন বেছে নিচ্ছেন উইল স্মিথ। প্রশ্নটি ছিল, 'কেন আপনি সেদিন পুরস্কার নেওয়ার সময় ক্রিস রকের কাছে ক্ষমা চেয়ে নিলেন না?' প্রশ্নের উত্তরে অভিনেতা বলছেন, 'আমি সেই সময় আচ্ছ্বন্ন ছিলাম। পরিস্থিতি এমনই ছিল যে তার মধ্যে আমি স্বাভাবিক ছিলাম না। এরপর আমি ক্রিসের কাছে যাই কিন্তু ও তখন কথা বলতে তৈরি ছিল না। আর তারপর ও বেরিয়ে যায়। তাই আজ আমি ফের বলতে চাই, ক্রিস, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার ব্যবহার গ্রহণযোগ্য ছিল না। আমি এখানেই আছি। যখন তুমি কথা বলতে তৈরি থাকবে, আমি তোমার সঙ্গে কথা বলতে প্রস্তুত।'


উইল স্মিথ - ক্রিস রকের চড় কাণ্ডের পর ক্রিসের মা রোসালি রক এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, উইল স্মিথের ওই চড় তাঁদের গোটা পরিবারে প্রভাব ফেলেছে। অভিনেতার উচিত তাঁর এবং ক্রিস রকের গোটা পরিবারের কাছে ক্ষম চাওয়া। চড় কাণ্ডে প্রসঙ্গে ওঠে উইল স্মিথের স্ত্রী জেডা পিঙ্কের ভূমিকা নিয়েও। যদিও এই প্রসঙ্গে উইল স্মিথ খোলাখুলিভাবে জানিয়ে দেন যে, সেই ঘটনার সঙ্গে তাঁর স্ত্রীর কোনও ভূমিকা নেই। তিনি বলেন, 'না। আমি আমার নিজের সিদ্ধান্ততেই ওই কাজ করেছি। এটা একেবারেই আমার আর ক্রিসের ব্যাপার। জেডা কোনওভাবেই এর সঙ্গে জড়িত নয়। দুঃখিত জেডা, আমি দুঃখিত আমার সন্তানদের আর আমার পরিবারের কাছে। তোমাদের সবাইকে আমি এই পরিস্থিতিতে ফেলেছি বলে।'