লস অ্যাঞ্জেলেস: বিতর্ক পিছু ছাড়ছে না হলিউড তারকা উইল স্মিথের (Will Smith)। ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (Oscar 2022) মঞ্চে সঞ্চালক ক্রিস রককে (Chris Rock) চড় মারার পর থেকে তাঁকে ঘিরে আলোচনা সমালোচনার বন্যা বয়ে চলেছে। উইল স্মিথ নিজেও ক্ষমা চেয়েছেন তাঁর এই কাজের জন্য। সেরা অভিনেতার পুরস্কার নেওয়ার সময় তিনি ক্ষমা চান। পরবর্তীতে সোস্যাল মিডিয়ায় একটি দীর্ঘ বিবৃতি প্রকাশ করে ক্রিস রকসহ প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। কিন্তু ক্ষমা চাইলেও তাঁকে ঘিরে বিতর্ক থামছে না। সদ্যই অ্যাকাডেমির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে তারা উইল স্মিথকে একটি নোটিস পাঠিয়েছে। নোটিস পাঠানোর ১৫ দিনের মধ্যে লিখিতভাবে তাঁকে বিবৃতি দিতে হবে। আর তারপরই উইল স্মিথের বিরুদ্ধে পদক্ষেপ নেবে অ্যাকাডেমি। এবার অ্যাকাডেমির পদক্ষেপ নেওয়ার আগেই  হলিউডের অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে পদত্যাগ করলেন উইল স্মিথ।


উইল স্মিথের পদত্যাগ-


এক বিবৃতিতে উইল স্মিথ বলছেন, 'আমি যা করেছি, তা যন্ত্রণাদায়ক, অবাক করা এবং যেকোনও অজুহাতের অযোগ্য। আমি ক্রিস, তাঁর পরিবার, আমার বহু বন্ধু, প্রিয়জন সারাবিশ্বের অগণিত দর্শক এবং উপস্থিত ব্যক্তিদের দুঃখ দিয়েছি। আমি অ্যাকাডেমির বিশ্বাস ভঙ্গ করেছি। অসাধারণ কাজের জন্য যেখানে পুরস্কার দেওয়া হয়, সেখানে মনোনীত ব্যক্তি এবং জয়ী ব্যক্তিদের হতাশ করেছি। আমার হৃদয় ভেঙে গিয়েছে।' আর এবার হলিউডের অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে পদত্যাগ করলেন উইল স্মিথ।


আরও পড়ুন - 6 years of Ki and Ka: অভিনব কায়দায় 'কি অ্যান্ড কা' ছবির ৬ বছর উদযাপন অর্জুন কপূরের


প্রসঙ্গত, সম্প্রতি জানা গিয়েছে, অস্কারে কৌতুক অভিনেতা ক্রিস রককে আক্রমণ করার পরে পুলিশ কর্মকর্তারা উইল স্মিথকে গ্রেফতার করতে প্রস্তুত ছিল, বৃহস্পতিবার জানান অনুষ্ঠানের প্রযোজক (Show Producer)।  হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধেয় এমন মর্মান্তিক পর্বের পর প্রথম প্রকাশ্য মন্তব্যে, উইল প্যাকার (Will Packer) বলেন যে অফিসাররা যখন তাঁর সঙ্গে কথা বলতে আসেন তখন তিনি রকের সঙ্গে ছিলেন। প্যাকার বলেন, 'ওঁরা বলেন, যে আমরা ওঁকে গ্রেফতার করছি, আমরা তৈরি, এখনই ওঁকে পাকড়াও করতে তৈরি, আপনি অভিযোগ জানাতে পারেন, আমরা গ্রেফতার করতে পারি। ওঁরা একের পর এক অপশন দিতে থাকেন।'