মুম্বই: বলিউড অভিনেতা অক্ষয় কুমারের (Akshay Kumar) অভিনয়ের পাশাপাশি তাঁর মার্শাল আর্টসে (Martial Arts) দক্ষতার কথাও অজানা নয় অনুরাগীদের। তাঁকে দেখে প্রেরণা পান বহু মানুষ। মাত্র ৯ বছর বয়স থেকে মার্শাল আর্টস শিখতে শুরু করেন অভিনেতা। খুব শীঘ্রই  বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়ালের সঞ্চালিত শো 'ইন্ডিয়াস আলটিমেট ওয়ারিয়র'-এ বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে অক্ষয় কুমারকে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'ইন্ডিয়াস আলটিমেট ওয়ারিয়র' শোয়ের টিজার পোস্ট করেছেন অভিনেতা। সেখানেই তিনি তাঁর মার্শাল আর্টস শিক্ষা সম্পর্কে নানা কিছু বলেন।


বিদ্যুৎ জামওয়ালের সঞ্চালিত শো 'ইন্ডিয়াস আলটিমেট ওয়ারিয়র'-এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার টিজার পোস্ট করে অক্ষয় কুমার লেখেন, 'আমার যখন মাত্র ৯ বছর বয়স, তখন থেকেই মার্শাল আর্টসের শিক্ষা নিতে শুরু করি। তখন থেকেই শুরু করি অনুশীলন। আমার জীবনের সেরা পাওনা মার্শাল আর্টস। 'ইন্ডিয়াস আলটিমেট ওয়ারিয়র' শোয়ে এসে দেখলাম এখানে ১৬জন যোদ্ধা দেশের সর্বোচ্চ যোদ্ধা হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য ঘাম এবং রক্ত ঝরাতেও প্রস্তুত। আগামী ১৬ মার্চ এই শো সম্প্রচারিত হবে ডিসকভারি চ্যানেলে। আর এখন আপনারা ডিসকভারি প্লাস ইন অ্যাপেও দেখতে পারেন।'



আরও পড়ুন - Top Entertainment News Today: 'বেলাশুরু'তে অনিন্দ্যর ফার্স্ট লুক, আইনি জটে পবণদীপ-অরুণিতা, এক নজরে দিনের সেরা বিনোদনের খবর


প্রসঙ্গত, বর্তমানে নিজের আগামী ছবি 'বচ্চন পাণ্ডে'র প্রোমোশনের কাজে ব্যস্ত রয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এই ছবিতে তাঁর সঙ্গে মুখ্য চরিত্রে দেখা যাবে কৃতী শ্যানন, জ্যাকলিন ফার্নান্ডেজ, আরশাদ ওয়ার্সিকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বলিউডের বেশ কিছু নামী তারকা। ছবি মুক্তির আগে মুম্বইয়ের একাধিক জায়গায় প্রোমোশন করছেন 'বচ্চন পাণ্ডে'র কলাকুশলীরা। কয়েকদিন আগেই নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত 'বচ্চন পাণ্ডে' ছবির নতুন গান 'মার খায়েগা' (Maar Khayega)। যা দেখে তাক লেগে গিয়েছে নেট নাগরিকদের। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে নতুন গানের ঘোষণা করেন অক্ষয় কুমার। ইউটিউবে মুক্তি পেতেই এই গানের ভিউ নজর কেড়েছে। মাত্র কয়েক ঘণ্টাতেই এই গানের ভিউ ছাড়িয়েছে প্রায় কয়েক কোটি। 'বচ্চন পাণ্ডে' ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি, প্রতীক বব্বর, অভিমন্যু সিংহকে।  'বচ্চন পাণ্ডে' ছাড়াও অক্ষয় কুমারকে দেখা যাবে আরও বেশ কিছু ছবিতে। 'রাম সেতু', 'সেলফি', 'পৃথ্বীরাজ' ও আরও বেশ কিছু ছবিতে দেখা যাবে তাঁকে।