মুম্বই:  মঙ্গলবার মা হয়েছেন বলিউড অভিনেত্রী আসিন থট্টুমকাল। প্রিয় বান্ধবীর সদ্যোজাতের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রথম শেয়ার করলেন অক্ষয় কুমার। টুইটারে অক্ষয় সদ্যোজাতকে কোলে নিয়ে একগাল হেসে একটি ছবি দিয়েছেন, সঙ্গে নিজের প্রিয় বান্ধবীকে শুভেচ্ছাও জানিয়েছেন।





আসিন এবং রাহুল শর্মা, টুইটারে তাঁদের পরিবারে এই নতুন অতিথি আসার কথা ঘোষণা করেন আগেই।

কন্যাসন্তানটি আসিন এবং রাহুলের প্রথম সন্তান। গত বছর জানুয়ারিতে তাঁদের বিয়ে হয়েছিল। 'খিলাড়ি ৭৮৬' এবং 'হাউসফুল-২' ছবিতে একসঙ্গে কাজ করেছেন অক্ষয়-আসিন। আগামীকালই আসিনের ৩২ তম জন্মদিন। তাঁর আগে ঈশ্বরের দেওয়া সর্বশ্রেষ্ঠ উপহার পেলেন তিনি, সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী।

আসিন বহু মালায়লাম, তামিল, তেলুগু ছবিতে কাজ করেছেন। ২০০৮ সালে আমির খানের 'গজিনি' ছবি দিয়ে বলিউডে পা রাখেন আসিন। তারপর 'লন্ডন ড্রিমস', 'রেডি', 'বোল বচ্চন' নামের বহু ছবিতে কাজ করেছেন আসিন। ২০১৬ সালের ১৯ জানুয়ারি, মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে বিয়ে করেন আসিন।