পুণে: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরাল ভারত। প্রথম ম্যাচে হারের পর সিরিজে সমতা ফেরাতে গেলে এই ম্যাচে জিততেই হত ভারতকে। সেই ম্যাচে সহজ জয় পেল টিম ইন্ডিয়া। এই জয়ে বড় অবদান থাকল বোলার ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহল, জসপ্রীত বুমরাহ ও ব্যাটসম্যান শিখর ধবন ও দীনেশ কার্তিক।


আজ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৩০ রান করে নিউজিল্যান্ড। তিন উইকেট নেন ভুবনেশ্বর কুমার। জোড়া উইকেট নেন যুজবেন্দ্র চাহল ও জসপ্রীত বুমরাহ। একটি করে উইকেট নেন হার্দিক পাণ্ড্য ও অক্ষর পটেল। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন হেনরি নিকোলস। ৪ উইকেট হারিয়ে সহজেই সেই রান টপকে গেল ভারত। ধবন করলেন ৬৮ রান। কার্তিক ৬৪ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক বিরাট ২৯, পাণ্ড্য ৩০ ও মহেন্দ্র সিংহ ধোনি অপরাজিত ১৮ রান করেন।

আজ ভারতীয় দলে একটি বদল হয়। কুলদীপ যাদবের জায়গায় দলে আসেন অক্ষর পটেল। নিউজিল্যান্ড দল অপরিবর্তিত থাকে। কিউই শিবিরে শুরুতেই আঘাত হানেন ভুবনেশ্বর। তাঁর বলে কট বিহাইন্ড হন মার্টিন গাপটিল। তিনি ২.৪ ওভারে দলের ২০ রানের মাথায় ১১ রান করে আউট হন। এরপর ৫.৪ ওভারে ২৫ রানের মাথায় নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে (৩) এলবিডব্লু করে দেন বুমরাহ। পরের ওভারের শেষ বলে কলিন মুনরোকে (১০) বোল্ড করে দেন ভুবনেশ্বর। পাণ্ড্যর বলে রস টেলরের (২১) ক্যাচ নেন ধোনি। টম লাথামকে (৩৮) বোল্ড করে দেন অক্ষর। হেনরি নিকোলসকে (৪২) বোল্ড করে দেন ভুবনেশ্বর। চাহলের বলে বুমরাহর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান কলিন ডে গ্র্যান্ডহোম (৪১)। পরের বলেই অ্যাডাম মিলনেকে (০) বোল্ড করে দেন চাহল। বুমরাহর বলে ভারতের অধিনায়ক বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট হন মিচেল স্যান্টনার (২৯)।

রান তাড়া করতে নেমে শুরুতেই রোহিত শর্মার (৭) উইকেট হারায় ভারত। এরপর দলের হাল ধরেন ধবন ও বিরাট। কার্তিক, পাণ্ড্য ও ধোনি খেলা শেষ করে দেন।

ভারতীয় দল- রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলি (অধিনায়ক), দীনেশ কার্তিক, কেদার যাদব, এম এস ধোনি, হার্দিক পান্ড্য, অক্ষর পটেল, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহল।





নিউজিল্যান্ড-মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম, হেনরি নিকোলস, কলিন ডে গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট