নিজের পরিবারের প্রতি এতটাই দায়বদ্ধ অক্ষয় যে কোনও অবস্থাতেই কাজ, বা কাজ সংক্রান্ত ব্যস্ততার জন্যে নিজের পরিবারকে অবহেলা করেন না তিনি। যেমন নিজের ৫০ বছরের জন্মদিনের দিনে সবাই দেখেছিল, কীভাবে ছোট্ট মেয়ে নিতারার সমস্ত নির্দেশ বিনা বিরোধে পালন করছেন বাবা অক্ষয়।
আজ আবার ছেলে আরভের ১৪ বছরের জন্মদিন। সেই দিন নিজের জীবনের অন্যতম এই প্রিয় মানুষটির একটি ছবি পোস্ট করে এই ক্যাপশন দিলেন অক্ষয়....
বহু জায়গাই ছেলের উচ্ছসিত প্রশংসা করে অক্ষয় বলেন, টুইঙ্কলের তত্ত্বাবধানে খুব সুন্দর ভাবে বেড়ে উঠছে আরভ।