টুইঙ্কলের সদ্য প্রকাশিত বই ‘দ্য লেজেন্ড অফ লক্ষ্মী প্রসাদ’-এ একটি ছোট গল্প আছে, ‘দ্য স্যানিটারি ম্যান ফ্রম দ্য সেক্রেড ল্যান্ড’ নামে। সেই গল্পের মুখ্য চরিত্রটি গড়ে উঠেছে অরুণাচলমের চরিত্রের ভিত্তিতে।
নিজের গ্রামে দরিদ্র মহিলাদের জন্য সস্তায় স্যানিটারি প্যাড তৈরি করতে গিয়ে সামাজিক চোখরাঙানির মুখোমুখি হন অরুণাচলম। যেভাবে নিজের লক্ষ্যে অবিচল থেকে তিনি গরিব মেয়েদের ন্যূনতম পরিচ্ছন্নতার ব্যবস্থাটুকু করে দিয়েছেন, তা সত্যিই প্রেরণা যোগায়।
ছবিটি পরিচালনা করবেন আর বালকি। অক্ষয়ের বিপরীতে থাকবেন সোনম কপূর।
এখনও পর্যন্ত পুরোপুরি কোনও বায়োপিকে অভিনয় করেননি অক্ষয়। ‘স্পেশাল টুয়েন্টিসিক্স’, ‘রুস্তম’ বা ‘এয়ারলিফট’-সবেতেই তাঁর চরিত্র অনেকটাই মনগড়া, বাস্তব চরিত্রের ছায়ামাত্র।