রণবীর সারাদিন কাটাতে চান তাঁর সঙ্গে, তাঁকে এড়িয়ে চলছেন সঞ্জয়
ABP Ananda, Web Desk | 17 Dec 2016 02:36 PM (IST)
মুম্বই: প্রচণ্ড সমস্যায় পড়েছেন রণবীর কপূর। সঞ্জয় দত্তের সঙ্গে তিনি যতটা সম্ভব সময় কাটাতে চান কিন্তু তাঁকে দেখলেই দরজায় খিল দিচ্ছেন নার্গিস পুত্র। আসলে হয়েছে কী, সঞ্জয় দত্তের জীবনী নিয়ে তৈরি ছবিতে নামভূমিকায় থাকবেন রণবীর। তাই সঞ্জয়ের হাবভাব, আচার আচরণ ফলো করতে তাঁর সঞ্জয়ের সঙ্গে সময় কাটানো জরুরি। কিন্তু সঞ্জুবাবার হাতে এ জন্য মোটেই সময় নেই। নিজেই এ কথা স্বীকার করে সঞ্জয় বলেছেন, রাজকুমার হিরানির তৈরি তাঁর বায়োপিকে রণবীর তাঁর ভূমিকায় কাজ করছেন। উনি রোজ তাঁকে ফোন করে তাঁর সঙ্গে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ কাটানোর বায়না করছেন। কিন্তু তাঁর পক্ষে কারও সঙ্গে আধঘণ্টার বেশি কাটানো সম্ভব নয়। তাই রণবীরকে এড়ানোর চেষ্টা করচেন তিনি। চিত্র নির্মাতা পূজা ভট্টও মনে করেন, রণবীরের পক্ষে সঞ্জয় সাজা সহজ নয়। তিনি বলেছেন, সঞ্জয় হতে গেলে জীবন নিজের মত করে বাঁচতে হবে, কিছুটা পতনও মানতে হবে। এখনকার প্রজন্ম অত্যন্ত সাবধানে বাঁচে, সঙ্গে জনসংযোগ আধিকারিক না থাকলে কেউ মুখ খোলে না, স্টাইলিস্ট ছাড়া রাস্তায় নামে না। এভাবে সঞ্জয় দত্ত হওয়া সম্ভব নয়। সঞ্জু যখন মোহক স্টাইলে চুল কেটেছিলেন, গেঞ্জি পরে বাইরে বেরিয়েছিলেন, তা ফ্যাশন হয়ে গিয়েছিল। শুধু কয়েক সপ্তাহ সঞ্জয়ের সঙ্গে কাটিয়ে সঞ্জয় হতে পারবেন না রণবীর। সম্ভবত আরও কিছু চাই তাঁর। শোনা যাচ্ছে, কিছুদিন আগে এক পার্টিতে রণবীরকে সঞ্জয় জনসমক্ষে অপমানও করেছিলেন।