‘জলি এলএলবি টু’-র ঘটনা এগিয়েছে লখনউকে ঘিরে। এতে বলা হয়েছে জগদীশ্বর মিশ্র ওরফে জলি নামে এক ছোটখাটো আইনজীবীর গল্প। বড় আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে কানপুর থেকে লখনউ আসে সে। এরপরই এগোয় ছবি। সুভাষ কপূর পরিচালিত ‘জলি এলএলবি টু’ মুক্তি পাচ্ছে ১০ ফেব্রুয়ারি। ‘জলি এলএলবি টু’: দ্বিতীয় পোস্টারটি শেয়ার করলেন অক্ষয়কুমার
ABP Ananda, Web Desk | 17 Dec 2016 01:57 PM (IST)
মুম্বই: মুক্তি পেল অক্ষয়কুমারের আগামী ছবি ‘জলি এলএলবি টু’-র দ্বিতীয় পোস্টার। অক্ষয় নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই পোস্টার, সঙ্গে ট্রেলার মুক্তির তারিখ। আইনজীবীর কালো পোশাকে অক্ষয়কুমারের মুখের হাসি পোস্টারে যথেষ্ট ছোঁয়াচে। পোস্টার জানাচ্ছে, ১৯ তারিখ মুক্তি পাবে ছবির ট্রেলার।