মুম্বই: সুকমার শহিদ জওয়ানদের পাশে দাঁড়াতে দেশবাসীকে অনুরোধ করলেন অক্ষয় কুমার। ভারতকেবীর ওয়েবসাইটের মাধ্যমে মৃত জওয়ানদের পরিবারবর্গকে আর্থিক সাহায্যের জন্য আর্জি জানিয়েছেন তিনি।
এক অডিও বার্তায় অক্ষয় বলেছেন, সিআরপিএফের সাহসী জওয়ানরা সুকমায় দেশের জন্য শহিদ হয়েছেন। তাই সকলকে তাঁর আন্তরিক অনুরোধ, সত্যিই যদি শহিদ এই সেনানীদের সম্মান জানাতে চান, ভারত সরকারের ওয়েবসাইট ভারতকেবীর ডট জিওভি ডট ইনে আসুন, আর্থিক সাহায্য করুন, যাতে তাঁদের পরিবারের লোক বুঝতে পারেন, চরম দুঃখের এই মুহূর্তে দেশবাসী তাঁদের সঙ্গ ছেড়ে যায়নি।
যারা জাল ওয়েবসাইট তৈরি করে শহিদ সেনানীদের পরিবারের নামে টাকা লুটছে, তাদের ধিক্কার জানিয়েছেন অক্ষয়। জানিয়েছেন, তাদের ব্যবহারে তিনি লজ্জিত। তবে যেভাবে সাধারণ মানুষ ওই ওয়েবসাইটের মাধ্যমে শহিদদের পরিবারকে আর্থিক সাহায্য করছেন তা আপ্লুত করেছে তাঁকে।
ভারতকেবীর ডট জিওভি ডট ইন সাইটটি ভারত সরকারের সহযোগিতায় নিজেই চালু করেছেন অক্ষয়। যদি কেউ মৃত নিরাপত্তারক্ষীর পরিবারকে সাহায্য করতে চান, তবে এই সাইটের মাধ্যমে পরিবারপিছু সর্বোচ্চ ১৫লাখ টাকা আর্থিক সাহায্য করতে পারেন তিনি।
অক্ষয় নিজেও ১১ মার্চ সুকমাতেই শহিদ হওয়া ১২জন সিআরপিএফ জওয়ানের পরিবারপিছু ৯লাখ টাকা করে আর্থিক সাহায্য করেছেন।
দেশবাসীকে সুকমা শহিদদের পাশে দাঁড়াতে অনুরোধ অক্ষয় কুমারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Apr 2017 05:13 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -