সুপারহিট অক্ষয়ের অ্যাপ, শহিদ জওয়ানদের পরিবারের জন্য ২ মাসে সাহায্য ছুঁল ৮ কোটি টাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Jul 2017 03:56 PM (IST)
নয়াদিল্লি: দুমাসও হয়নি, চালু হয়েছে অক্ষয় কুমারের মস্তিষ্কপ্রসূত ভারত কে বীর ওয়েবসাইট ও অ্যাপ। এরই মধ্যে শহিদ জওয়ানদের পরিবারের জন্য এই সাইটে দান করা অর্থসাহায্য ৮ কোটি টাকা ছুঁয়েছে। বেশ কয়েকজন শহিদ পরিবারের মধ্যে বিলি করা হয়েছে ওই টাকা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত ওই ফান্ডে মোট ৭,৯৩,৯০,৮৫৮ টাকা জমা পড়েছে। সাধারণ মানুষ ব্যক্তি হিসেবে যেমন টাকা দিয়েছেন, তেমনই দিয়েছে বিভিন্ন সংস্থা। এ বছর এপ্রিলে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ চালু করেন ওই ওয়েবসাইট ও অ্যাপ। বলিউড অভিনেতা অক্ষয় কুমার প্রথম প্রস্তাব দেন, শহিদ জওয়ানদের পরিবারকে অর্থ সাহায্য করার জন্য এমন একটি অ্যাপ চালুর কথা। তিনিও ছিলেন ওই অনুষ্ঠানে।