তিনি লিখেছেন, "কানাডার কোনও নাগরিক কি জাতীয় পুরষ্কার পাওয়ার যোগ্য? ২০১৬য় অক্ষয় কুমার সেরা অভিনেতার পুরষ্কার পান। কিন্তু আমরা আশা করেছিলাম 'আলিগড়' ছবির জন্য মনোজ বাজপেয়ী পুরষ্কার পাবেন। বিচারকমণ্ডলী কিংবা সংশ্লিষ্ট মন্ত্রক যদি কোনও ভুল করে থাকেন, তাহলে কি আবার পুনর্নিবাচন হবে? "
যদিও এই বিষয়ে ডিরেক্টরিয়েট অফ ফিল্ম ফেস্টিভ্যালের যে নির্দেশিকা আছে, তাতে অবশ্য জন্মসূত্রে বিদেশীদেরও পুরষ্কার দেওয়া যেতে পারে বলে উল্লেখ করা আছে। জাতীয় পুরষ্কারের বিচারকমণ্ডলীর অন্যতম সদস্য চলচ্চিত্র নির্মাতা রাহুল ঢোলাকিয়া এই কথা জানিয়ে টুইট করেছেন। সঙ্গে তিনি নিয়মাবলীর একটি স্ক্রিন শটও শেয়ার করেছেন।
২০১৬য় অক্ষয় "রুস্তম" ছবির জন্য সেরা অভিনেতার সম্মান পান।
সম্প্রতি অক্ষয়ের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে। কানাডার পাসপোর্ট আছে তাঁর, এই বিষয় নিয়েই কাটাছেঁড়া শুরু হয় বিভিন্ন মহলে। তা নিয়ে আক্কির সাফ জবাব, তাঁর কাছে কানাডার পাসপোর্ট থাকার কথা কখনই অস্বীকার করেননি। কিন্তু গত ৭ বছরে একবারও সে-দেশে যাননি তিনি। এ-নিয়ে একটি লম্বা টুইটও করেন ‘কেশরী’ তারকা। সেখানে তিনি লেখেন, ‘বুঝতে পারছি না, আমার নাগরিকত্ব নিয়ে এই অবাঞ্ছিত উৎসাহ ও নেতিবাচক চর্চার কারণ কী।....আমি এ-দেশে কাজ করি, আয়কর জমা করি।...এতগুলো বছর আমাকে কারও কাছে ভারতের প্রতি ভালোবাসার প্রমাণ দিতে হয়নি। কিন্তু অহেতুক যেভাবে আমার নাগরিকত্ব প্রসঙ্গ বিতর্কের মধ্যে টেনে আনা হচ্ছে, তাতে আমি মর্মাহত।’
মুম্বই: কানাডার নাগরিকত্ব নিয়ে কোনওরকম রাখঢাক করেননি অক্ষয় কুমার। বরং এই নিয়ে নতুন করে জল্পনায় তিনি যে বেশ অসন্তুষ্ট তাও টুইটে জানিয়েছেন তিনি। তারপরও বিতর্ক পিছু ছাড়ছে না অক্ষয়কে। এখন নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, অক্ষয় যদি কানাডারই নাগরিক হয়ে থাকেন, তাহলে তিনি কি জাতীয় পুরষ্কার পাওয়ার যোগ্য ? অক্ষয়ের ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে প্রশ্ন করেছেন জাতীয় পুরষ্কার জয়ী চলচ্চিত্র সম্পাদক ও লেখক অপূর্ব আশরানি।
তিনি লিখেছেন, "কানাডার কোনও নাগরিক কি জাতীয় পুরষ্কার পাওয়ার যোগ্য? ২০১৬য় অক্ষয় কুমার সেরা অভিনেতার পুরষ্কার পান। কিন্তু আমরা আশা করেছিলাম 'আলিগড়' ছবির জন্য মনোজ বাজপেয়ী পুরষ্কার পাবেন। বিচারকমণ্ডলী কিংবা সংশ্লিষ্ট মন্ত্রক যদি কোনও ভুল করে থাকেন, তাহলে কি আবার পুনর্নিবাচন হবে? "
যদিও এই বিষয়ে ডিরেক্টরিয়েট অফ ফিল্ম ফেস্টিভ্যালের যে নির্দেশিকা আছে, তাতে অবশ্য জন্মসূত্রে বিদেশীদেরও পুরষ্কার দেওয়া যেতে পারে বলে উল্লেখ করা আছে। জাতীয় পুরষ্কারের বিচারকমণ্ডলীর অন্যতম সদস্য চলচ্চিত্র নির্মাতা রাহুল ঢোলাকিয়া এই কথা জানিয়ে টুইট করেছেন। সঙ্গে তিনি নিয়মাবলীর একটি স্ক্রিন শটও শেয়ার করেছেন।
২০১৬য় অক্ষয় "রুস্তম" ছবির জন্য সেরা অভিনেতার সম্মান পান।
সম্প্রতি অক্ষয়ের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে। কানাডার পাসপোর্ট আছে তাঁর, এই বিষয় নিয়েই কাটাছেঁড়া শুরু হয় বিভিন্ন মহলে। তা নিয়ে আক্কির সাফ জবাব, তাঁর কাছে কানাডার পাসপোর্ট থাকার কথা কখনই অস্বীকার করেননি। কিন্তু গত ৭ বছরে একবারও সে-দেশে যাননি তিনি। এ-নিয়ে একটি লম্বা টুইটও করেন ‘কেশরী’ তারকা। সেখানে তিনি লেখেন, ‘বুঝতে পারছি না, আমার নাগরিকত্ব নিয়ে এই অবাঞ্ছিত উৎসাহ ও নেতিবাচক চর্চার কারণ কী।....আমি এ-দেশে কাজ করি, আয়কর জমা করি।...এতগুলো বছর আমাকে কারও কাছে ভারতের প্রতি ভালোবাসার প্রমাণ দিতে হয়নি। কিন্তু অহেতুক যেভাবে আমার নাগরিকত্ব প্রসঙ্গ বিতর্কের মধ্যে টেনে আনা হচ্ছে, তাতে আমি মর্মাহত।’