মুম্বই: ভুয়ো খবর ছড়ানো, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, তাঁর ছেলে আদিত্য ঠাকরের নাম টেনে আনার মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হওয়া ইউটিউবার রশিদ সিদ্দিকির বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করলেন অক্ষয় কুমার। সিদ্দিকির বিরুদ্ধে অভিযোগ, সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় তিনি অক্ষয়ের নাম জড়িয়ে দিয়েছেন, অক্ষয়কে কাঠগড়ায় তুলে ইউটিউবে ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দাবি করা হয়েছে, সুশান্ত মৃত্যু মামলায় অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে কানাডায় পালিয়ে যেতে সাহায্য করেছেন অক্ষয়, শুধু তা-ই নয়, সুশান্তের মৃত্যুর ব্যাপারে গোপন বৈঠক করেছেন উদ্ধব, আদিত্যর সঙ্গেও। এমনকী সুশান্ত ‘এমএস ধোনি-দি আনটোল্ড স্টোরি’ ছবিতে ধোনির চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ায় অক্ষয় ক্ষুব্ধ, এও বলেছেন সিদ্দিকি।
মুম্বইয়ের একটি দৈনিকের খবর, সিদ্দিকি সুশান্ত মৃত্য়ু মামলায় তাঁর কনটেন্টের জন্য চার মাসে ১৫ লাখ টাকার ওপর কামিয়েছেন। ২৫ বছর বয়সি সিদ্দিকি বিহারের ছেলে, পেশায় সিভিল ইঞ্জিনিয়ার, এফএফ নিউজ নামে একটি ইউটিউব চ্যানেল আছে তাঁর।
শিবসেনার আইনি শাখার আইনজীবী ধর্মেন্দ্র মিশ্র তাঁর বিরুদ্ধে মামলা করার পর পুলিশ সক্রিয় হয়, তদন্তে নেমে জানতে পারে, সিদ্দিকি নিজের ফলোয়ার বাড়াতে, আরও বেশি আয় করতে ভুয়ো খবর ছড়িয়েছেন ইউটিউবে। শেষ গত কয়েক মাসে ইউটিউবে তাঁর ফলোয়ার সংখ্যা হু হু করে বেড়ে এক লাখ থেকে ৩ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। মে মাসে তাঁর আয় ছিল মাত্র ২৯৬ টাকা, সেপ্টেম্বরে ভিডিও থেকে তিনি আয় করেছেন সাড়ে ৬ লক্ষ টাকা!
আদালত অবশ্য এই মামলায় তাঁকে আগাম জামিন মঞ্জুর করে, তদন্তে পুলিশের সঙ্গে সহযোগিতার নির্দেশ দেয়।