মুম্বই: অক্ষয় কুমারের ক্রিকেট দারুণ পছন্দ। পছন্দ পুঁচকে মেয়ে নিতারারও। কিন্তু পুরো উল্টো পথে হাঁটেন তাঁর ছেলে আরভ। টিন এজার আরভের আবার ক্রিকেট এক্কেবারে ভাল লাগে না।
এক স্পোর্টস চ্যানেলের অনুষ্ঠানে অক্ষয় নিজেই জানিয়েছেন এ কথা। মেয়ের কথা বলতে গিয়ে বলেছেন, নিতারার বয়স মোটে ৬ কিন্তু ও ক্রিকেট ভালবাসে। ছেলের ক্রিকেট পছন্দ নয়, কারণ আমি সারাক্ষণ খেলাটা দেখি। মেয়ে খুব ভালবাসে, আমি যখন দেখি, ও-ও দেখার সুযোগ পায় বলে।
সৌরভ গঙ্গোপাধ্যায় ও হরভজন সিংহের সঙ্গে অনুষ্ঠানটি করছিলেন অক্ষয়। তিনি আরও বলেন, ছোটবেলায় স্কুলে ক্রিকেট খেলেছেন। সাধারণত বোলিং আর ব্যাটিং স্কিল দেখে খেলোয়াড়দের দলে নেওয়া হয়। কিন্তু তাঁকে নেওয়া হত ফিল্ডিংয়ে দক্ষতার জন্য। লোকে বলত, এই ছেলেটা দারুণ ফিল্ডিং করে, দৌড়ে দৌড়ে বাউন্ডারি আটকে দেয়, বলিউডের খিলাড়ি স্মৃতিচারণ করেছেন।
ক্রিকেট মোটেই পছন্দ করেন না অক্ষয়ের ছেলে আরভ, জানালেন বাবা
ABP Ananda, Web Desk
Updated at:
15 Jul 2019 12:55 PM (IST)
এক স্পোর্টস চ্যানেলের অনুষ্ঠানে অক্ষয় নিজেই জানিয়েছেন এ কথা। মেয়ের কথা বলতে গিয়ে বলেছেন, নিতারার বয়স মোটে ৬ কিন্তু ও ক্রিকেট ভালবাসে।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -