মুম্বই: নাগরিকত্ব বিতর্কে পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুকে ধন্যবাদ জানালেন অক্ষয় কুমার।

সম্প্রতি বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ভারতের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে। অভিনেতা কোনও রকম গোপনীয়তা না রেখেই জানান, তাঁর কানাডার নাগরিকত্ব রয়েছে। এর ফলে ভারতে ভোটাধিকার নেই তাঁর। এই বিষয়টি সামনে আসতেই অক্ষয়কে নিয়ে শুরু হয় তরজা। তাঁর ভারতে বসবাস এমনকি তাঁর পাওয়া জাতীয় পুরস্কার নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। নিজস্ব টুইটার অ্যাকাউন্টে এ বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অক্ষয়। তিনি লেখেন, তিনি এই দেশের আয়কর জমা করেন, এই দেশের কাজ করেন। এগুলোর জন্য তাঁকে ভারতের প্রতি ভালোবাসার প্রমাণ দিতে হয়নি কোনওদিন। এই বিতর্কে তিনি মর্মাহত।

এবার এই বিতর্কে অক্ষয়ের পাশে দাঁড়ালেন স্বরাস্ট্র মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। তিনি টুইটারে লেখেন, অক্ষয়ের দেশপ্রেম প্রশ্নাতীত। যেভাবে তিনি ‘ভারত কে বীর’ প্রচার অভিযানে যোগদান করে অর্থ সংগ্রহ করেছিলেন তা প্রশংসনীয়। এই টাকা সরকারের তরফ থেকে যুদ্ধে শহিদ সৈন্যদের পরিবারকে প্রদান করা হয়।




এউ টুইটের পাল্টা টুইট করে কিরেণ রিজিজুকে ধন্যবাদ জানান অভিনেতা। তিনি আরও বলেন, ‘ভারত কে বীর’ প্রচার অভিযানে তিনি আগে যেভাবে অংশগ্রহন করেছিলেন তার কোনও পরিবর্তন হবেনা। দেরীতে জবাব দেওয়ার জন্য ক্ষমাও চান তিনি।




১৯৯১ সালে প্রথম 'সৌগন্ধ' ছবিতে প্রথম বলিউডে সাফল্য পান অক্ষয়। ‘টয়লেট- এক প্রেম কথা’, ‘প্যাডম্যান’-এর মতো সামাজিক সমস্যাগুলি নিয়ে ছবি করেছেন তিনি। সাধারণ মানুষেক রোজকার সমস্যাগুলি নিয়ে সচেতনতা তৈরী করাই ছিল এই ছবিগুলির মূল লক্ষ।

সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর সর্বশেষ ছবি ‘কেশরী’।