মোহন প্রসাদ, উমেশ তামাঙ্গ ও আবীর ইসলাম, দার্জিলিং, বীরভূম: ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রা (Heat Wave) কমতেই রাজ্যের পর্যটনকেন্দ্রগুলিতে (West Bengal Tourism) বাড়ছে ভিড়। কার্শিয়ং, কালিম্পং থেকে শুরু করে শান্তিনিকেতন। সব জায়গায় এক ছবি। ব্যবসা ভাল হওয়ায় খুশি হোটেল মালিক থেকে থেকে গাড়ির মালিকরা।


তাপমাত্রা কমতেই বেড়াতে যাওয়ার হুজুগ


অসহ্য গরম থেকে কিছুটা মুক্তি দিয়েছে শুক্রবারের কালবৈশাখী। অসহ্য গরম থেকে বাঁচতে ডাওহিল থেকে গিদ্দা পাহাড়, লাভা-লোলেগাঁও বা রিশপ-রিম্বিক-এ ভিড় তো ছিলই, তাপমাত্রা কিছুটা নামতেই ভিড় বাড়ছে জেলার অন্যান্য পর্যটনকেন্দ্রগুলিতেও।  


পাহাড়ি শহর কার্শিয়ং। এখানে লুকোচুরি খেলছে রোদ-বৃষ্টি। আবহাওয়া খুব ভাল হওয়ায় বাড়ছে পর্যটকদের সংখ্যা। এবিপি আনন্দের মুখোমুখি হয়ে তাদের বলতে শোনা গেল, "দারুণ আবহাওয়া। ফের আসব। খুব ভাল লাগছে।"


আরও পড়ুন: Weather Update: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দক্ষিণবঙ্গের একাংশে স্বস্তি ফেরাল কালবৈশাখী


একই ছবি কালিম্পঙেও। সেখানেও ভিড় বড়ছে পর্য়টকরা। খুশি ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, "অনেকে আসছেন। ফলে ব্যবসা ভাল হচ্ছে। এটা খুব ভাল দিক।" পাহাড়ের পাশাপাশি পর্যটকদের ভিড় শান্তিনিকেতনেও।  আগামী কয়েকদিনে পর্যটনকেন্দ্রগুলিতে ভিড় আরও বাড়বে বলেই আশা হোটেল ব্যবসায়ীদের। 


দাবদাহের পর একটু কমেছে তাপমাত্রা


একটানা তীব্র দাবদাহের পর শনিবার রাত থেকে সামান্য পারদ পতন হয়েছে। পশ্চিমাঞ্চল-সহ দক্ষিণবঙ্গের একাংশ ভিজেছে বৃষ্টিতে। পুরুলিয়ায় কালবৈশাখী, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আসানসোলে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি। বৃষ্টি (Rain Update) শুরু বাঁকুড়াতেও। উল্লেখ্য, আবহাওয়া দফতর আগেই পূর্বাভাসে জানিয়েছিল, আজ থেকেই রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বুধবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই হতে পারে কালবৈশাখীর মতো পরিস্থিতি। কোথাও কোথাও শিলাবৃষ্টি, বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।


অন্যদিকে, আন্দামান সাগরে অন্যদিকে, আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা। পরিস্থিতির দিকে নজর রাখছে আবহাওয়া দফতর।