মুম্বই: প্রায় পাঁচ বছর আগে জনপ্রিয় কমেডি শো 'কপিল শর্মা শো' ছেড়েছিলেন কমেডিয়ান আলি আসগর। ওই শো-তে তাঁর অভিনীত চরিত্রটি দারুণ জনপ্রিয়তা পায়। তারপরও নানা কারণে শো ছাড়েন তিনি। সে সম্পর্কে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খোলেন। কপিল শর্মার সঙ্গে কি ফের তাঁকে কাজ করতে দেখা যাবে? আলি আসগর যা বললেন, তাতে দুই কমেডিয়ানের মধ্যে ভুল বোঝাবুঝির আশঙ্কা করছেন নেটিজেনরা।
কপিল শর্মার সঙ্গে কাজ প্রসঙ্গে আলি আসগর-
সম্প্রতি এক সাক্ষাৎকারে আলি আসগর বলেন, 'আমি কখনও ভাবিনি যে ওই শো-তে আমি থাকব না। সবকিছু তো আর আগে থেকে ঠিক থাকে না। আগে থেকে ভাবনা চিন্তা করা থাকে না।' কপিল শর্মার সঙ্গে ফের কাজ করার প্রসঙ্গে তিনি বলেন, 'আমি যেমন আগে কখনও ভাবতেই পারিনি যে ওই শো আমি করছি না। ঠিক তেমনই এটাও বলা সম্ভব নয় যে আমি কপিল শর্মার সঙ্গে কাজ করব কিনা।'
আরও পড়ুন - Top Entertainment News Today: আজকের সেরা বিনোদনের খবরগুলি একঝলকে
২০১৭ সালে 'দ্য কপিল শর্মা শো' শো ছেড়েছেন আলি আসগর। কম-বেশি সেই সময়ই সুনীল গ্রোভারের সঙ্গে কপিল শর্মার সম্পর্কের অবনতি ঘটে। এবং সুনীলও কপিলের শো ছাড়েন। সুনীল গ্রোভারের (Sunil Grover) শো ছেড়ে যাওয়া এবং আলি আসগরের শো ছেড়ে যাওয়ার পিছনে কারণ কি এক? কী কারণে কপিল শর্মার (Kapil Sharma) শো ছাড়েন আলি আসগর? এক সাক্ষাৎকারে আলি আসগর জানান যে, 'দ্য কপিল শর্মা শো'-এ তাঁর অভিনীত চরিত্রটির কোনও উন্নতি ছিল না। এবং সেই কারণেই তিনি কাজটিকে নিয়ে সন্তুষ্ট ছিলেন না। তিনি বলেন, 'কাজের দিক থেকে আমি সন্তুষ্ট ছিলাম না। আমার চরিত্র (নানি)র কোনও বৃদ্ধি হচ্ছিল না। ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় যাওয়ার আগেও আমি এই টিমের সঙ্গে ঘনিষ্ঠ ছিলাম। 'দাদি' হিসেবে আমি অনেক পারফর্ম করেছি। কিন্তু 'নানি'র চরিত্রে তেমনটা নয়। যখন এই শোয়ে আমার কনট্র্যাক্ট রিনিউ করার সময় আসে, তখন আমি আমার চিন্তাভাবনা টিমকে জানাই। এটাই বলি যে আমি এই শো চালিয়ে যেতে রাজি নই। দুর্ভাগ্যবশত, সেই সময়ই কপিল এবং সুনীলের মধ্যে সমস্যা তৈরি হয়। হতে পারে, কপিল জানত না যে আমি শো ছাড়ছি। হতে পারে, এই খবর ওর কাছে পৌঁছয়নি। শিল্পী হিসেবে আমি কারও সঙ্গে প্রতারণা করতে পারব না। আমি যদি খুশি না থাকি, তাহলে কীভাবে আমি দর্শকদের বিনোদন দেব? তাই এটাই সঠিক সিদ্ধান্ত হবে যে আমি শো ছেড়ে দিই। যদি পরবর্তীকালে সবকিছু ফের ঠিক হয়, তাহলে ফের আমরা একসঙ্গে কাজ করব।'