বেঙ্গালুরু: চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে তৃতীয় তথা সিরিজের শেষ বেসরকারি টেস্টে ভাল জায়গায় ভারত এ (Ind A vs NZ A)। ভারতীয় বোলারদের দাপটে প্রথম ইনিংসে ২৩৭ রানে অল আউট হয়ে গেল কিউয়িরা। ৫৬ রানের লিড পেল ভারত।


ভারত এ দলের বিরুদ্ধে সিরিজের তৃতীয় বেসরকারি টেস্টে প্রথম ইনিংসের নিরিখে পিছিয়ে পড়ল নিউজিল্যান্ড এ দল। প্রিয়ঙ্ক পাঞ্চালরা ম্যাচের প্রথম দিনে তিনশোর কমেই অল আউট হয়ে যান। তবে নিয়ন্ত্রিত বোলিংয়েই প্রথম ইনিংসের নিরিখে উল্লেখযোগ্য লিড হাতে পেয়ে যায় ভারতীয় এ দল।


টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ভারত এ দল ৮৬.৪ ওভারে ২৯৩ রানে অল আউট হয়ে যায়। প্রিয়ঙ্ক পাঞ্চাল (৫), অভিমন্যু ঈশ্বরন (৩৮) বড় রান পাননি। রুতুরাজ গায়কোয়াড় ১০৮ রান করেন। রজত পতিদার ৩০ রান করে আউট হন। কোনও রান পাননি সরফরাজ খান (০)। উপেন্দ্র যাদব ৭৬ রান করেন। শার্দুল ঠাকুর ৭, রাহুল চাহার ১৩, সৌরভ কুমার ৯ ও উমরান মালিক ৩ রান করে আউট হন। কোনও বল খেলার সুযোগ পাননি মুকেশ কুমার।


নিউজিল্যান্ডের হয়ে ম্যাথু ফিশার ৫২ রানে ৪টি উইকেট নেন। জো ওয়াকার ৬৫ রানে ২টি উইকেট নেন। জেকব ডাফি ৫৬ রানে ২টি উইকেট দখল করেন। সিয়ান সলিয়া ৪৭ রানে ১টি উইকেট নেন। রাচিন রবীন্দ্র ৬৮ রানে ১টি উইকেট নেন।


দ্বিতীয় দিনে পাল্টা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড এ দল তাদের প্রথম ইনিংসে ৭১.২ ওভারে ২৩৭ রান তুলে অল আউট হয়ে যায়। মার্ক চাপম্যান সর্বোচ্চ ৯২ রান করেন। সিয়ান সলিয়া ৫৪, ডেন ক্লেভার ৩৪ ও টম ব্রুস ১৩ রান করেন।






ভারতীয় বোলারদের মধ্যে সৌরভ কুমার ৪৮ রানে ৪টি উইকেট নেন। রাহুল চাহার ৫৩ রানে ৩টি উইকেট দখল করেন। দুই স্পিনারই সাকুল্যে ৭টি উইকেট তুলে নেন। বাংলার পেসার মুকেশ কুমার ৪৮ রানে ২টি উইকেট নেন। ৩৩ রানে ১টি উইকেট নেন শার্দুল ঠাকুর। ১০ ওভারে ৫৪ রান খরচ করেও কোনও উইকেট পাননি উমরান মালিক। যাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেওয়ার জোরাল সওয়াল করেছিলেন হরভজন সিংহদের মতো প্রাক্তনরা।


দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় এ দল দ্বিতীয় দিনের শেষে ১ উইকেটের বিনিময়ে ৪০ রান তুলেছে। অভিমন্যু ঈশ্বরন ৪ রানে আউট হন। প্রিয়ঙ্ক পাঞ্চাল ১৭ ও রুতুরাজ গায়কোয়াড় ১৮ রানে অপরাজিত রয়েছেন। প্রথম ইনিংসের ৫৬ রানের লিড মিলিয়ে ভারত এ দল ৯৬ রানে এগিয়ে রয়েছে।


আরও পড়ুন: ফ্রাঞ্চাইজি লিগ খেলতে আগ্রহী, নিউজিল্যান্ডের বার্ষিক চুক্তি প্রত্যাখ্যান করলেন তারকা অলরাউন্ডার