মুম্বই: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আলি আসগর (Ali Asgar)। একাধিক কমেডি শো-তে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। জনপ্রিয় তিনি আগেও ছিলেন। কিন্তু কপিল শর্মার শো তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। 'দ্য কপিল শর্মা শো'-তে তাঁর অভিনীত চরিত্রে দাদি (Dadi) অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে দর্শকদের কাছে। কিন্তু বেশ কিছু কারণে তিনি এই শো ছেড়ে দেন। কিছুদিন আগে সেই সম্পর্কে নিজের প্রতিক্রিয়াও দেন। সম্প্রতি সেলিব্রিটি ডান্স শো 'ঝলক দিখলা যা'তে এসে আলি আসগর জানালেন কেন তিনি নারী চরিত্রে অভিনয় করা ছেড়ে দিয়েছেন।


নারী চরিত্রে কেন আর অভিনয় করেন না আলি আসগর?


সেলিব্রিটি ডান্স শো 'ঝলক দিখলা যা'তে অংশগ্রহণ করেছেন আলি আসগর। সম্প্রতি সেই অনুষ্ঠানের একটি ফ্যামিলি স্পেশাল এপিসোড হয়। সেখানেই আলি জানালেন কেন তিনি নারী চরিত্রে অভিনয় করা ছেড়ে দিয়েছেন। কৌতুক অভিনেতার দুই সন্তান। ছেলে নুয়ান আসগর এবং মেয়ে আদা আসগর দুজনেই স্কুল পড়ুয়া। সম্প্রতি 'ঝলক দিখলা যা'-এর মঞ্চে ভিডিও বার্তার মাধ্যমে স্পেশাল অ্যাপিয়ারেন্স ছিল আলির দুই সন্তানের। তারা সেখানে জানায় যে, অভিনেতার অভিনীত চরিত্রর জন্য স্কুলে তাদের ট্রোলের শিকার হতে হয়। তারা বলছে, 'আমাদের স্কুলের বন্ধুরা নানাসময় উত্তক্ত করে। বলে, আমাদের তো দুটো মা। আমাদের ওরা 'দাদি কা বেটা', 'দাদি কা বেটি' বলেও ব্যাঙ্গ করে। এভাবে ওরা আমাদের নিয়ে হাসি মজা করে। আর সবাই হাসে। তবে, বাবা আমরা তোমাকে ভালোবাসি।' সন্তানদের কাছ থেকে এমন বার্তা পেয়ে কেঁদে ফেলেন আলি আসগর। এরপর তিনি নিজেই স্বীকার করে নেন যে, তাঁর ছেলে যখন তাঁকে বলেছিল যে, 'তুমি কি আর কিছু করতে পারো না?' তারপর থেকেই তিনি নারী চরিত্রে অভিনয় করা ছেড়ে দিয়েছেন।


আরও পড়ুন - Brahmastra Updates: 'ভুলভুলাইয়া টু'কে টপকে গেল 'ব্রহ্মাস্ত্র', বক্স অফিস কালেকশন বাড়ল ৫৫ শতাংশ


আলি বলছেন, 'একটা শনিবার আমরা সবাই মিলে খেতে বসেছি। টিভিতে বিজ্ঞাপন হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে আমি আর অন্য এক অভিনেতার সঙ্গে কাজ করছি। সেই বিজ্ঞাপনে দেখা যাচ্ছে আমি 'বৌমার' চরিত্রে। আর অন্য অভিনেতা একজন চিকিৎসকের চরিত্রে। এরপরই আমার ছেলে আমার দিকে তাকিয়ে বলে যে, 'তুমি কি আর কিছু করতে পারো না?' আমি জিজ্ঞাসা করি, কেন কী হয়েছে? ও আমাকে বলে, 'স্কুলে সকলে আমাদের উত্তক্ত করে।' আমি বিষয়টা এড়িয়ে যাই। কিন্তু একদিন রবিবারের একটা এপিসোডে আমি ফের একজন নারীর চরিত্রে অভিনয় করি। সেটা যখন দেখা হচ্ছিল, তখন ছেলে ঘর থেকে বেরিয়ে যায়। তখন আমি অনুভব করি যে, হয়তো এটা করা ঠিক হচ্ছে না। এরপর থেকে নারী চরিত্রে অভিনয়ের প্রস্তাবে আমি না করতে থাকি। ৯ মাস ধরে আমার কোনও কাজ ছিল না। কারণ, আমি শুধু ওই ধরনের চরিত্রেরই প্রস্তাব পাচ্ছিলাম।  আমি জানি, আমি একজন অভিনেতা। আর আমি শুধুমাত্র একটা চরিত্রকে পর্দায় তুলে ধরছি।'