মুম্বই: সপ্তাহের মাঝের দিনগুলোয় বক্স অফিস কালেকশন কিছুটা নিচের দিকে ছিল রণবীর কপূর (Ranbir Kapoor), আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত ছবি 'ব্রহ্মাস্ত্র'র। কিন্তু শনিবার আসতেই লম্বা লাফ দিয়েছে এই ছবির ব্যবসা। ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, প্রায় ৫৫ শতাংশ বেড়েছে এই ছবির ব্যবসা। আর তাতেই চলতি বছরের অন্যতম সফল ছবি 'ভুলভুলাইয়া টু'কে টপকে গিয়েছে 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। জানা গিয়েছে, শনিবার এই ছবি কত টাকার ব্যবসা করল?


বক্স অফিসে ঝড় তুলেছে 'ব্রহ্মাস্ত্র'-


এদিন ট্রেড অ্যানালিস্ট সুমিত কেডাল নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবি 'ব্রহ্মাস্ত্র'র বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট থেকে জানা গিয়েছে, ৫৫ শতাংশ ব্যবসা বেড়ে শনিবার 'ব্রহ্মাস্ত্র'র বক্স অফিস কালেকশন ১৫ কোটি টাকা। এখনও পর্যন্ত এই ছবি মোট ১৯৭.৯০ কোটি টাকার ব্যবসা করেছে দেশে। ৯ দিনে এই ছবির ব্যবসার অঙ্ক ১৯৭.৯০ কোটি টাকা। আশা করা যাচ্ছে, রবিবারও 'ব্রহ্মাস্ত্র' দারুণ ব্যবসা করবে। হতে পারে রবিবারের শেষে এই ছবির বক্স অফিস কালেকশন ২১৫ কোটি টাকা হবে।


আরও পড়ুন - Suhana Khan: দেখতে হুবহু একইরকম! শাহরুখ কন্যার 'হামসকল'কে দেখেছেন?


চলতি বছরই মুক্তি পায় বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের সুপারহিট ছবি 'ভুলভুলাইয়া টু'। এই ছবি শুধু দর্শকদেরই পছন্দ হয়নি, তার সঙ্গে বক্স অফিস কালেকশনেও নজর কেড়েছে। দেশে ১৮৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। তাই শনিবারের শেষে বক্স অফিস কালেকশনের হিসেবে 'ভুলভুলাইয়া টু'কে টপকে গিয়েছে 'ব্রহ্মাস্ত্র।' অন্যদিকে, চলতি বছর মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে সবথেকে বেশি ব্যবসা করা ছবির তালিকায় শীর্ষে রয়েছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর 'দ্য কাশ্মীর ফাইলস'। যা ২৫২ কোটি টাকার ব্যবসা করেছে। এখন দেখার এই রেকর্ড কতদিনে ভাঙতে পারে রণবীর-আলিয়ার ছবি।


বিশ্বজুড়ে কত টাকার ব্যবসা করল 'ব্রহ্মাস্ত্র'?


বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, বিশ্বজুড়ে ব্যবসার হিসেবে 'দ্য কাশ্মীর ফাইলস'কে এখনই টপকে গিয়েছে 'ব্রহ্মাস্ত্র'। অনুপম খেরের 'দ্য কাশ্মীর ফাইলস' বিশ্বজুড়ে মোট ব্যবসা করে ৩৪০ কোটি টাকার। সেখানে এখনই ৩৫০ কোটি ব্যবসা ছাড়িয়ে গিয়েছে 'ব্রহ্মাস্ত্র'র। চলতি বছর মুক্তি পাওয়া হিন্দি ছবিগুলির মধ্যে এই ছবিই বিশ্বজুড়ে সবথেকে বেশি টাকার ব্যবসা করল এখনও পর্যন্ত। আর তাই এখনই এই ছবিকে ব্লকবাস্টার হিট বলে উল্লেখ করা হচ্ছে।