কলকাতা: পুষ্পা: দ্য রাইস (Pushpa: The Rise) ছবির মুক্তির পরে লোকের মুখে মুখে ফিরেছে 'ও অভন্তা' (Oo Antava) গানটি। আর কার্যত সেই গানের সৌজন্যেই নজর কেড়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। আর সেই গানেই ফের একবার শ্যুটিং করার ইচ্ছা প্রকাশ করলেন আলিয়া ভট্ট (Alia Bhatt)।


একটি সাক্ষাৎকারে আলিয়াকে প্রশ্ন করা হয়েছিল, যদি এমন কোনও গানে যদি আলিয়াকে শ্যুটিং করতে হবে , তাহলে কোন গান বাছবেন আলিয়া? প্রসঙ্গত, ইতিমধ্যেই গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi) ছবির সৌজন্যে সঞ্জয় লীলা বনশালী (Sanjay Leela Banshali)-র জাঁকজমক পূর্ণ সেটে একটি নাচের শ্যুটিং করেছিলেন আলিয়া। এর আগে আলিয়া জানিয়েছিল, তাঁর দীর্ঘদিনের ইচ্ছা ছিল সঞ্জয় লীলা বনশালী ছবিতে একটি নাচে অংশগ্রহণ করার। সঞ্জয় লীলা বনশালীর পিঙ্গা (Pinga) -তে দীপিকা পাডুকোন (Deepika Padukone) ও প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)-র নাচ বা পদ্মাবত (Padmavaat) গানে দীপিকার ঘুমর (Ghumaar) নাচের জাঁকজমক ভুলতে পারে না কেউই। আলিয়ার সেই স্বপ্ন পূরণ হয়েছিল গাঙ্গুবাঈ ছবিতে। 


প্রশ্নের উত্তরে আলিয়া জানান, তিনি 'ও অভন্তা' (Oo Antava) গানটিতে ফের শ্যুটিং করতে চান। কিন্তু সামান্থা রুথ প্রভুর জায়গায় নিজেকে দেখতে চান না তিনি। এমনকি গান থেকে সরাতে চান না আল্লু অর্জুন (Allu Arjun) অর্থাৎ পর্দার পুষ্পাকেও। তাঁদের ২জনের উপস্থিতিতেও 'ও অভন্তা' গানটিতে নাচ করতে চান আলিয়া।


আরও পড়ুন: R Madhavan Backs Jacqueline: আর্থিক তছরুপে অভিযুক্ত জ্যাকলিনের পাশে মাধবন, বললেন, 'সবাই সৎভাবেই কাজ করে'


সদ্য মুক্তি পেয়েছে আলিয়ার প্রযোজিত প্রথম ছবি ডার্লিংস (Darlings)। অন্তঃসত্তা হয়েও প্রচার থেকে শ্যুটিং, বিভিন্ন জায়গায় ছুটে বেরিয়েছেন আলিয়া। তেমনই এক সাংবাদিক সম্মেলনে আলিয়াকে প্রশ্ন করা হয়েছিল, সন্তানসম্ভবা হয়েও এত কাজ কেন করছেন আলিয়া? তাঁর কি বিশ্রামের প্রয়োজন নেই? উত্তরে আলিয়া বলেন, 'কাজ করতে আমি ভালোবাসি। কাজ করে আমি শান্তি পাই, আনন্দ পাই। তাই সন্তানসম্ভবা হওয়া সত্তেও আমি বিশ্রামের প্রয়োজনবোধ করছি না।'


আলিয়া আরও বলেন, , 'আমার মন, আমার আত্মাকে আমি সবসময় উদ্দীপ্ত আর প্রাণবন্ত রাখার চেষ্টা করি। আর তাই ১০০ বছর বয়স পর্যন্ত কাজ করতে চাই। কাজ করতে আমি ভালোবাসি। কাজ করে আমি শান্তি পাই, আনন্দ পাই। তাই সন্তানসম্ভবা হওয়া সত্তেও আমি বিশ্রামের প্রয়োজনবোধ করছি না।'