Green and Clean Environment: পিতামাতা হিসেবে সন্তানকে সুনিশ্চিত ভবিষ্যতের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন (Green and Clean Environment) এবং সবুজে মোড়া পরিবেশ উপহার দেওয়াও আমাদের কর্তব্য। আর তার জন্য এখন থেকেই কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। তাহলে আমরা নিজেদের সন্তানকে একটা ভাল ভবিষ্যত (Good Future) উপহার দিতে পারব। এবার দেখে নেওয়া যাক কী কী করা প্রয়োজন (Do's and Don'ts)। এক্ষেত্রে অবশ্যই মনে রাখা প্রয়োজন যে নির্দিষ্ট কোনও একজন নয়, বরং সকলে মিলে সমবেত ভাবে এই নিয়মগুলো মেনে চললে তবেই পরিবেশের সার্বিকভাবে উন্নতি সম্ভব। তাই সকালবেলা দিনের শুরু থেকেই নিজের জীবনশৈলীতে কিছু পরিবর্তন আনার চেষ্টা করুন।


টুথব্রাশ- সকালে ঘুম থেকে ওঠার পরেই এই জিনিসটির প্রয়োজন হয় আমাদের সকলেরই। সমীক্ষা বলছে, প্রতি বছর ল্যান্ডফিলের মধ্যে ৪.৭ বিলিয়ন প্লাস্টিকের টুথব্রাশ পাওয়া যায়। তাই প্লাস্টিকের টুথব্রাশের পরিবর্তে বাঁশ দিয়ে তৈরি ব্রাশ ব্যবহার করতে পারেন।


জলের বোতল- বাইরে বেরোলে অতি অবশ্যই সঙ্গে জলের বোতল রাখুন। আর সেটা স্টিলের বা কাচের হলেই ভাল। যদিও কাচের বোতল ব্যাগে করে নিয়ে যাওয়া বেশ মুশকিলের। তবে আজকাল স্টিল এবং কপার বা তামার অনেক ধরনের জলের বোতল বাজারে পাওয়া যায়। সেই ধরনের বোতল ব্যবহার করুন। প্লাস্টিকের বোতল যত কম ব্যবহার করবেন ততই তা আপনার নিজের এবং চারপাশের পরিবেশের জন্য মঙ্গলের। প্লাস্টিকের বোতল একবারের বেশি ব্যবহার করবেন না।


টিফিন বক্স- বাড়ির বাইরে বেরোলে যদি ঘরের খাবার সঙ্গে নিয়ে যেতে চান, তাহলে প্রয়োজন টিফিন বক্সের। জলের বোতলের মতো এক্ষেত্রেও প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন। টিফিন বক্সের ক্ষেত্রে সবচেয়ে ভাল উপকরণ হল স্টিল। এই স্টিলের টিফিন বক্সে খাবার থাকেও ভাল। আর সেটাই খাওয়া উচিত। আপনার সন্তানকে স্কুল কলেজেও এই স্টিলের টিফিন বক্সে খাবার দিতে পারেন। আজকাল স্টিলের টিফিন বক্সেও বাহারি ডিজাইন পাওয়া সম্ভব।


স্ট্র- এর ব্যবহার কমিয়ে দেওয়া- রাস্তাঘাটে কোল্ড ড্রিঙ্কস বা ডাবের জল এসব খেতে গেলে প্লাস্টিকের স্ট্র ব্যবহার না করাই ভাল। আজকাল স্টিলের স্ট্র কিনতে পাওয়া যায়। সেটা ব্যবহার করতে পারেন যেকোনও পানীয় পান করার সময়।


কেনাকাটার সময় প্লাস্টিকের প্যাকেট ব্যবহার নয়- কোনও দোকানে কিছু কেনাকাটার থাকলে সেখানে নিজের সঙ্গে করে কাপড়ের থলে বা অন্য ধরনের ব্যাগ নিয়ে যান। প্লাস্টিকের ব্যবহার যত কমানো সম্ভব,ততই ভাল।