কলকাতা: 'আইফা রক'-এ (IIFA Rock) জয়জয়কার হয়েছে গঙ্গুবাঈয়ের। সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali) পরিচালিত আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawari) ঝুলিতে পুরল ৩টি প্রযুক্তিগত পুরস্কার (techinical awards)। কিন্তু বিশেষ এই দিনে অনুষ্ঠানের অংশই নিতে পারেন নি অভিনেত্রী।
জানা যাচ্ছে, দাদু নরেন্দ্রনাথ রাজদান অসুস্থ থাকার জন্য় এবারের IIFA Awards 2023-তে উপস্থিত হতে পারেন নি আলিয়া। ইনস্টাগ্রাম স্টোরিজে অভিনেত্রী লিখেছেন, “আপনাকে অনেক ধন্যবাদ আইফা। দুঃখিত, পুরস্কার গ্রহণের জন্য আমি ব্যক্তিগতভাবে উপস্থিত হতে পারিনি। ক্রমাগত সমর্থনের জন্য দর্শকদের বিশেষ ধন্যবাদ।”
প্রসঙ্গত, আলিয়ার অনুপস্থিতিতে চলচ্চিত্র প্রযোজক জয়ন্তীলাল গাদা তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন।
আরও পড়ুন...
Stress: মাঝে মাঝেই মানসিক অবসাদে ভুগছেন? মন ভাল রাখতে পাতে পড়ুক এই খাবারগুলি
উল্লেখ্য, আইফার শুরুতেই খুশির খবর 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' টিমের জন্য। প্রথম রাতেই তিনটি পুরস্কার উঠল তাঁদের হাতে। তিনটি টেকনিক্যাল বিভাগে সেরার শিরোপা পেলেন তাঁরা। সেরা সিনেম্যাটোগ্রাফির জন্য সুদীপ চট্টোপাধ্যায়, সেরা চিত্রনাট্যের জন্য সঞ্জয় লীলা বনশালি ও উৎকর্ষিণী বশিষ্ঠ এবং সেরা সংলাপের জন্য উৎসকর্ষিণী বশিষ্ঠ ও প্রকাশ কপাডিয়া পেলেন পুরস্কার।
'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র পরই দুটি বিভাগে পুরস্কার পেল অনীশ বাজমি পরিচালিত, কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণী অভিনীত 'ভুল ভুলাইয়া ২'। ছবির টাইটেল ট্র্যাকে সেরা কোরিওগ্রাফির জন্য বস্কো সিজার, সেরা সাউন্ড ডিজাইনের জন্য মন্দার কুলকর্ণী পেলেন সেরার তকমা।
অজয় দেবগণের ক্রাইম থ্রিলার 'দৃশ্যম ২' একটি পুরস্কার লাভ করেছে। সেরা এডিটিং বিভাগে পুরস্কার পেয়েছেন সন্দীপ ফ্রান্সিস। অন্যদিকে রণবীর কপূর ও আলিয়া ভট্ট অভিনীত অ্যাকশন অ্যাডভেঞ্চার 'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান - শিবা' পুরস্কৃত হয়েছে স্পেশাল এফেক্টস-ভিস্যুয়াল বিভাগে, হৃত্বিক রোশন ও সেফ আলি খানের 'বিক্রম বেদা' পুরস্কার পেয়েছে সেরা আবহ সঙ্গীতের জন্য। রাজকুমার রাও, হুমা কুরেশি ও রাধিকা আপ্তে অভিনীত 'মণিকা ও মাই ডার্লিং' পুরস্কৃত হল সেরা সাউন্ড মিক্সিংয়ের জন্য।
আরও পড়ুন...
Almond Milk: বাড়িতে সহজ পদ্ধতিতে তৈরি করুন আমন্ড মিল্ক
শুক্রবারের সন্ধ্যায় 'আইফা ২০২৩'-র মঞ্চ ঝলমল করে ওঠে সুরেলা পারফর্ম্যান্সে। এদিন মঞ্চ মাতিয়ে রাখেন অমিত ত্রিবেদী, বাদশাহ্, সুনিধি চৌহান, সুখবীর সিংহ, পলক মুছল, ইউলিয়া ভন্তুর শোভা, নিবেদনে নৃত্যশিল্পী ও পরিচালক ফারহা খান ও রাজকুমার রাও।